শিরোনাম
◈ বিমান দুর্ঘটনায় তারেক রহমানের বার্তা, ‘সবাই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াই’ ◈ সেই মাইলস্টোন ভবনটিতে ছিল ১০০ থেকে ১৫০ শিক্ষার্থী, চলছিল কোচিং ক্লাস ◈ প্রধান উপদেষ্টার শোক, সব ধরনের সহায়তা নিশ্চিত করবে সরকার ◈ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: শিক্ষার্থীসহ ২৭ জন জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি, সবার অবস্থা আশঙ্কাজনক ◈ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: উদ্ধার অভিযানে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি ◈ জুলাই যোদ্ধাদের জন্য সরকারি চাকরিতে কোটা থাকছে না: মুক্তিযুদ্ধ উপদেষ্টা ◈ পোড়া শরীর নিয়ে বের হচ্ছে অনেকে ◈ ইলিশের দাম কমাতে পদক্ষেপ নেবে সরকার: ফরিদা আখতার ◈ ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, গুরুত্ব পাচ্ছে অভিবাসন ইস্যু ◈ রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ১, হতাহতের শঙ্কা (ভিডিও)

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৫, ১১:২৭ দুপুর
আপডেট : ২১ জুলাই, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনৈতিক মতপার্থক্যের পর জামায়াত আমাদের সঙ্গে দূরত্ব বাড়িয়েছে: চেয়ারম‌্যান, যুগপৎ আ‌ন্দ্লেন

ডেস্ক রি‌পোর্ট : যুগপৎ আন্দোলনের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা বলেছেন, আগস্টের পর থেকে কোরবানি পর্যন্ত জামায়াত আমাদের অনেক উপহার পাঠিয়েছে। তবে রাজনৈতিক মতপার্থক্যের পর থেকে তারা আমাদের সঙ্গে দূরত্ব বাড়িয়েছে। এবার আমাদেরকে আমটাও পাঠায়নি। তারা নাকি আবার ইসলামিক রাষ্ট্র কায়েম করতে চায়।’

রোববার (২০ জুলাই ) ২০২৪-পরবর্তী রাজনৈতিক সংকট এবং নির্বাচন পূর্বসহিংসতা মোকাবিলায় আমাদের ভূমিকা’ শীর্ষক এক সংলাপে এসব কথা বলেন তিনি। 

জাতীয় সংলাপের আয়োজন করে স্কুল অব লিডারশিপ ইউএসএ। এসময় আলোচনায় আংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল, দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক পারভেজ রেজা কাকন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও ভার্চুয়ালি যুক্ত ছিলেন স্কুল অব লিডারশিপের ফাউন্ডার প্রেসিডেন্ট ড. নয়ন ভাঙ্গালি। এসময় স্পার্ক নামক একটি নতুন উইং চালু করা হয়।

সৈয়দ এহসানুল হুদা বলেন, এনসিপি-জামায়াতসহ কিছু ইসলামী দল পিআর পদ্ধতি নিয়ে কিছু আসন পেতে চায়। 

যেখানে লিড দেওয়া দলটি বিএনপির সঙ্গে থেকে নির্বাচন করে সর্বোচ্চ ১৮ টি আসন পেয়েছে। এর আগে তারা মাত্র তিনটি আসন অর্জন করতে পেরেছে। তারেক রহমানের নির্দেশে যুগপৎ আন্দোলনে এই জামায়াত আমাদের সঙ্গে ছিল না।

তিনি বলেন, ‘উচ্চ কক্ষে পিআর পদ্ধতি নিয়ে আলোচনা চললেও নিন্ম কক্ষে তেমন আলোচনা নেই। 

আমাদের চেষ্টা থাকবে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে একটি নিরপেক্ষ নির্বাচন আদায় করা। এর আগে নির্বাচনের সময় পর্যন্ত বট বাহিনীর বিরুদ্ধে সজাগ থাকা। যেন তারা কোনোভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নোংরামি না করতে পারে।’

যুগপৎ আন্দোলনের চেয়ারম্যান আরও বলেন, মিটফোর্ডের ঘটনায় তারেক রহমান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি নিয়ে যেভাবে কুৎসা রটানো হচ্ছে তা কোনোভাবেই কাম্য নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়