রাজধানীর পুরানা পল্টন মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২০ জুলাই) রাত পৌনে আটটার দিকে পরপর দুইবার ককটেল বিস্ফোরিত হয়। পুলিশ জানিয়েছে, দূর থেকে কেউ ছুঁড়ে মেরেছে ককটেলটি। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ নাসির উল আমিন জানান, রাত পৌনে আটটার দিকে রাজধানীর পল্টন মোড়ে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত হয়নি। এগুলো শক্তিশালী ককটেল ছিল না। বাজির মতো শব্দ হয়েছে।
তিনি আরও বলেন, কোনোদিক থেকে এসে বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়ে কোনো খোবর এখনো পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে দূর থেকে কেউ ছুঁড়ে মেরেছে। উৎস: নিউজ২৪