শিরোনাম
◈ মার্কিন শুল্কে তৈরি পোশাক খাতের উদ্বেগ অস্বস্তি কি কেটে গেছে? ◈ স্বাধীনতা অর্জন পর্যন্ত সশস্ত্র প্রতিরোধ চলবে: হামাসের ঘোষণা ◈ এনসিপি নেতাদের ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ নিয়ে ভিডিও বার্তা ◈ নাশকতার আশঙ্কায় আগস্টজুড়ে চলবে চিরুনি অভিযান: ডিএমপি ◈ সংসদের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক নির্বাচন ◈ নিবন্ধনপ্রত্যাশী এনসিপিসহ ১৪৪ দলের তথ্য জমার সময়সীমা শেষ আজ ◈ ঘরে ঘরে হঠাৎ বেড়েছে জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথা, চিকিৎসকরা বলছেন একসঙ্গে তিন ভাইরাস ছড়াচ্ছে ◈ জুলাই সনদ নিয়ে ভুয়া‌ চিঠি, পুলিশ সদর দপ্তরের হুঁশিয়ারি ◈ শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন হবে না: উপদেষ্টা ফরিদা আখতার (ভিডিও) ◈ বেনাপোল বন্দর এলাকায় দুর্ধর্ষ চুরির ৪৮ ঘন্টার মধ্যে চোর গ্রেফতার

প্রকাশিত : ১৪ জুন, ২০২৫, ১১:১৫ দুপুর
আপডেট : ৩১ জুলাই, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে ‘মবের শিকার’ পুলিশের সাবেক ওসি

ডেস্ক রিপোর্ট : রাজধানীর মিরপুরে বাজার করতে গিয়ে ‘মবের শিকার’ হয়েছেন পুলিশের সাবেক ওসি মাসুদুর রহমান। তিনি বর্তমানে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) ফরিদপুরে কর্মরত। এর আগে তিনি রাজবাড়ি জেলার কালুখানি থানা ও রাজবাড়ি সদরের সাবেক ওসি ছিলেন।

২০১৭ সালের আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর জোনের বিভিন্ন থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন এই পুলিশ কর্মকর্তা। বৃহস্পতিবার (১২ জুন) সকাল ১১ টার দিকে মিরপুর ৬ নম্বর সেকশনের কাঁচা বাজারে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে মিরপুর ৬ নম্বর সেকশনের কাঁচা বাজারে পরিবারের জন্য বাজার করতে যান। এসময় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী পরিচয়ে ১০ থেকে ১২ জন মব সৃষ্টি করে ইন্সপেক্টর মাসুদুর রহমানকে আটকে রেখে মারধর করেন।

এক পর্যায়ে হামলাকারীরা নেতাকর্মীরা তার কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পুলিশ জানায়, মিরপুর ৬ নম্বর সেকশনের কাঁচা বাজারে ইন্সপেক্টর মাসুদুর রহমানকে বাজার করতে দেখে স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা আল আমিন ও রাজিব তাদের ১০-১২ জন সহযোগিকে খবর দেয়। এক পর্যায়ে স্বেচ্ছাসেবক দল নেতা আল আমিন ও রাজিবের সহযোগিরা বাজারে এসে তাকে (মাসুদুর রহমান) ঘিরে ফেলেন। এ সময় তাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করা হয়। পরে এই পুলিশ কর্মকর্তার হাতে থাকা মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নিয়ে চাঁদা দাবি করে হামলাকারীরা।

সবশেষ পুলিশ ঘটনাস্থলে এসে মাসুদুর রহমানকে উদ্ধার করে স্বেচ্ছাসেবক দলের ৫ নেতাকর্মীকে আটক করে।

এ ব্যাপারে ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান জানান, মিরপুর ৬ নম্বর সেকশনের কাঁচাবাজার থেকে এক পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কয়েকজন আটকও আছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

সুত্র : ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়