শিরোনাম
◈ মার্কিন শুল্কে তৈরি পোশাক খাতের উদ্বেগ অস্বস্তি কি কেটে গেছে? ◈ স্বাধীনতা অর্জন পর্যন্ত সশস্ত্র প্রতিরোধ চলবে: হামাসের ঘোষণা ◈ এনসিপি নেতাদের ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ নিয়ে ভিডিও বার্তা ◈ নাশকতার আশঙ্কায় আগস্টজুড়ে চলবে চিরুনি অভিযান: ডিএমপি ◈ সংসদের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক নির্বাচন ◈ নিবন্ধনপ্রত্যাশী এনসিপিসহ ১৪৪ দলের তথ্য জমার সময়সীমা শেষ আজ ◈ ঘরে ঘরে হঠাৎ বেড়েছে জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথা, চিকিৎসকরা বলছেন একসঙ্গে তিন ভাইরাস ছড়াচ্ছে ◈ জুলাই সনদ নিয়ে ভুয়া‌ চিঠি, পুলিশ সদর দপ্তরের হুঁশিয়ারি ◈ শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন হবে না: উপদেষ্টা ফরিদা আখতার (ভিডিও) ◈ বেনাপোল বন্দর এলাকায় দুর্ধর্ষ চুরির ৪৮ ঘন্টার মধ্যে চোর গ্রেফতার

প্রকাশিত : ১০ জুন, ২০২৫, ১২:০৮ রাত
আপডেট : ০১ আগস্ট, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবদুল্লাপুর রাস্তার বেহাল অবস্থা, দেখার কেউ নেই

মোঃরফিকুল ইসলাম মিঠু, ঢাকা: ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রাস্তার টংগী ও উত্তরার সংযোগ স্থল আব্দুল্লাহপুরে সড়কের বেহাল দশা। ঈদে ঘর মুখো মানুষকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। সামান্য বৃষ্টিতে তলিয়ে যায়  রাস্তাটা।খাদা খন্দকে ভরা রাস্তাটা সামান্য বৃষ্টি হলেই মৃত্যু কুপে পরিণত হয়। আর প্রায় সময়ই রাস্তাটার মধ্যে যানজট লেগেই থাকে।

কারণ হিসেবে দেখা যায় যত্রতত্র পানি জমে থাকার কারণে গাড়িগুলো ভালো রাস্তা খুঁজতে গিয়ে সারিবদ্ধভাবে ধীরগতি অবলম্বন করেন। পায়ে হাঁটা পথচারীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েন কেননা গাড়ির চাকার সাথে ময়লা পানি গুলো ছিটকে সে জামা কাপড় নষ্ট করেন।

রহিম মিয়া নামের একজন পথচারী বলেন টঙ্গী বাজার এসেছিলাম বাজার করতে হঠাৎ করে একটি যাত্রীবাহী গাড়ি গর্তের ভিতর পড়ে এমনভাবে পানি ছিটিয়ে দিলেন রীতিমতো গোসল করার দশা। এছাড়াও কথা হয় ময়মনসিংহ থেকে আগত আলম এশিয়ার একজন সাথে তিনি বলেন কি করব ভাই সামনে কিছুই দেখতে পাচ্ছি না উঁচু নিচু না সমান্তরাল রাস্তা কিছুই বুঝার উপায় নেই।

অপরদিকে ট্রাফিক পুলিশ দিচ্ছেন তাড়া তাড়াতাড়ি রাস্তা ক্লিয়ার কর। রূপায়ণ তোর না দেখে চোখ বন্ধ করে শুধু গাড়ি টানছি।গাড়িতে বসা অনেক যাত্রী বলেন সামান্য এইটুকু রাস্তা মেরামত করে দিলে কি এমন সমস্যা হয়। এ বিষয়ে সড়কের জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও কথা বলা যায়নি।

কারণ তার মুঠোফোন কল করেও ওই প্রান্ত থেকে কেউ হ্যালোই বলেননি। আব্দুল্লাহপুরের ট্রাফিক বক্স থেকে নাম প্রকাশে অনিচ্ছু একজন টিয়াই বলেন সড়কের জনপদ বিভাগ যদি এই সামান্য রাস্তা টুকু মেরামত করে দিতেন তাহলে যানজট অনেকটাই কমে যেত। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়