শিরোনাম
◈ মার্কিন শুল্কে তৈরি পোশাক খাতের উদ্বেগ অস্বস্তি কি কেটে গেছে? ◈ স্বাধীনতা অর্জন পর্যন্ত সশস্ত্র প্রতিরোধ চলবে: হামাসের ঘোষণা ◈ এনসিপি নেতাদের ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ নিয়ে ভিডিও বার্তা ◈ নাশকতার আশঙ্কায় আগস্টজুড়ে চলবে চিরুনি অভিযান: ডিএমপি ◈ সংসদের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক নির্বাচন ◈ নিবন্ধনপ্রত্যাশী এনসিপিসহ ১৪৪ দলের তথ্য জমার সময়সীমা শেষ আজ ◈ ঘরে ঘরে হঠাৎ বেড়েছে জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথা, চিকিৎসকরা বলছেন একসঙ্গে তিন ভাইরাস ছড়াচ্ছে ◈ জুলাই সনদ নিয়ে ভুয়া‌ চিঠি, পুলিশ সদর দপ্তরের হুঁশিয়ারি ◈ শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন হবে না: উপদেষ্টা ফরিদা আখতার (ভিডিও) ◈ বেনাপোল বন্দর এলাকায় দুর্ধর্ষ চুরির ৪৮ ঘন্টার মধ্যে চোর গ্রেফতার

প্রকাশিত : ০৪ জুন, ২০২৫, ০৪:২৭ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিমানে করে ঢাকা এলেন সৈয়দপুরের কসাই, আয় চমকে ওঠার মতো

আর তিন দিন পরেই অনুষ্ঠিত হবে ঈদুল আজহা। পশু জবাইয়ের মাধ্যমে এই ঈদ উদযাপন করেন মুসলমানরা। এই কোরবানিকে কেন্দ্র করে সৈয়দপুরের গোলহাট ও আশপাশের এলাকার শতাধিক কসাই রাজধানী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

মূলত ঈদের কয়েক দিন আগেই তারা ট্রেন, বাস ও এমনকি বিমানে করে ঢাকায় রওনা দেন। ইতোমধ্যেই অর্ধশতাধিক কসাই ঢাকায় পৌঁছেছেন বলে জানা গেছে।

সৈয়দপুরের অভিজ্ঞ একজন কসাই জানান, ঈদের এক মাস আগেই ঢাকার অনেকেই কোরবানির পশু কাটার জন্য তাদের অগ্রিম বুকিং দিয়েছেন। সে অনুযায়ী ঈদের দুই থেকে তিন দিন আগেই ঢাকায় পৌঁছাতে হচ্ছে তাদের। কোরবানির পশু কাটার জন্য তাদের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে প্রতি হাজারে ২০০ টাকা। অর্থাৎ পশুর দাম যদি হয় এক লাখ টাকা, এর জন্য কসাইকে দিতে হবে ২০ হাজার টাকা।

তিনি আরও জানান, কোরবানির তিন দিনে সৈয়দপুরের এসব কসাই গড়ে ২০ থেকে ৩০ লাখ টাকারও বেশি আয় করতে পারেন। এ আয় শুধু তাদের নিজস্ব দক্ষতা ও সুনামের কারণেই সম্ভব হচ্ছে বলেও জানান তিনি।

ঢাকায় কোরবানির সময় স্থানীয় কসাইয়ের সংকট থাকায় সৈয়দপুরের অভিজ্ঞ কসাইদের চাহিদা দিন দিন বেড়েই চলেছে।

সৈয়দপুরের স্থানীয় ব্যক্তিরা বলছেন, ঈদের সময় ঢাকায় গিয়ে কাজ করার মাধ্যমে এই কসাইরা শুধু নিজেদের রোজগারই বাড়ান না, বরং শহরের পরিচিতি ও সুনামও ছড়িয়ে দেন দেশজুড়ে। উৎস: কালবেলা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়