শিরোনাম
◈ স্বাভাবিক ছিল না চব্বিশের বন্যা : প্রধান উপদেষ্টা ◈ সংশোধন হচ্ছে আইন: সরকারি কর্মচারীকে তদন্ত ছাড়া আট দিনে চাকরিচ্যুত করা যাবে ◈ মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় হাসিনা সরকারের সাত মন্ত্রী এমপি’সহ আরো যারা আছেন ◈ বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল ◈ চীন-পাকিস্তানকে মাথায় রেখেই কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত? ◈ রেফারির গা‌য়ে বরফ ছুঁ‌ড়ে মারায় ৬ ম্যাচ নিষিদ্ধ হ‌লেন ‌রিয়াল ফুটবলার রুডিগার ◈ রাষ্ট্র সংস্কার প্রশ্নে সংলাপ: রাজনৈতিক দলগুলো কোন প্রস্তাবেই শতভাগ একমত হয়নি ◈ আর্সেনালের বিরু‌দ্ধে পিএস‌জির ক‌ষ্টের জয় ◈ ২০২৮ সাল থে‌কে ৯৪ ম্যাচের আইপিএল আয়োজনের পরিকল্পনা বি‌সি‌সআি‌ইর ◈ কোরবানির ঈদেই আসছে নতুন নোট, থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৫, ০৩:২১ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তরায় প্রকাশ্যে সড়ক থেকে প্রাইভেটকারে যুবককে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল (ভিডিও)

ঢাকার উত্তরা এলাকায় প্রকাশ্যে এক যুবককে সড়ক থেকে প্রাইভেটকারে তুলে নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। শুক্রবার রাতেই ভিডিওটি ফেসবুকে পোস্ট করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থী নোমান আহমেদ নাফিজ।

ওই ভিডিওতে দেখা গেছে, কালো মাস্ক পরা এক যুবককে ধাক্কা দিয়ে একটি সাদা প্রাইভেট কারে তুলছেন তিন ব্যক্তি। তিন ব্যক্তির মধ্যে দুজনের পরনে জিন্স প্যান্ট ও টি-শার্ট। আরেকজনের পরনে গ্যাবার্ডিন প্যান্ট ও ফুলহাতা জামা। 
 
নোমান সমকালকে জানান, শুক্রবার দুপুর ২টা ৫০মিনিটে উত্তরার বিএনএস সেন্টারের বিপরীত পাশের সড়ক থেকে এক যুবককে জবরদস্তি করে তুলে নিয়ে যেতে দেখেন তিনি। তাৎক্ষণিকভাবে ওই ঘটনা তিনি মোবাইল ফোনে ভিডিও করেন এবং পরে ফেসবুকে আপলোড করেন। 

তিনি বলেন, তিনজন ব্যক্তি যখন ওই যুবককে ধাক্কা দিয়ে প্রাইভেটকারে তুলছিলেন তখন আশপাশের লোকজন এগিয়ে এলে তাদের ওপরও চড়াও হন ওই ব্যক্তিরা। এরপর গাড়িটি বিমানবন্দরের দিকে দ্রুত চলে যায়। তিনি গোপনে ঘটনার ভিডিও করেছেন।

তিনি আরও বলেন, মোবাইলে ভিডিও ধারণ করার পর তিনি স্থানীয় থানায় যান। কিন্তু পুলিশের সহায়তা পাননি। পুলিশ তার কাছ থেকে ঘটনা শুনে নাম ও মোবাইল নম্বর লিখে নেয়।

ঘটনাস্থলটি উত্তরা পূর্ব থানা আওয়তাধীন। থানার ওসি শামীম আহমেদ সমকালকে বলেন, ভিডিওটি দেখেছি। তবে যাকে গাড়িতে তুলে নিয়ে যেতে দেখা যাচ্ছে এবং যারা তাকে নিয়ে যাচ্ছে তাদের বিষয়ে কিছু জানা যায়নি। এ ছাড়া তুলে নিয়ে যাওয়া যুবকের স্বজনরা কেউ অভিযোগ করেননি। যে কারণে তার নাম-পরিচয় জানা যায়নি। এ নিয়ে পুলিশ কাজ করছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়