শিরোনাম
◈ সংশোধন হচ্ছে আইন: সরকারি কর্মচারীকে তদন্ত ছাড়া আট দিনে চাকরিচ্যুত করা যাবে ◈ মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় হাসিনা সরকারের সাত মন্ত্রী এমপি’সহ আরো যারা আছেন ◈ বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল ◈ চীন-পাকিস্তানকে মাথায় রেখেই কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত? ◈ রেফারির গা‌য়ে বরফ ছুঁ‌ড়ে মারায় ৬ ম্যাচ নিষিদ্ধ হ‌লেন ‌রিয়াল ফুটবলার রুডিগার ◈ রাষ্ট্র সংস্কার প্রশ্নে সংলাপ: রাজনৈতিক দলগুলো কোন প্রস্তাবেই শতভাগ একমত হয়নি ◈ আর্সেনালের বিরু‌দ্ধে পিএস‌জির ক‌ষ্টের জয় ◈ ২০২৮ সাল থে‌কে ৯৪ ম্যাচের আইপিএল আয়োজনের পরিকল্পনা বি‌সি‌সআি‌ইর ◈ কোরবানির ঈদেই আসছে নতুন নোট, থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি ◈ বাংলাদেশে ভয়ংকর ফাঁদে তিন শ্রীলঙ্কান নাগরিক, যেভাবে অভিযান চালিয়ে উদ্ধার করেন পুলিশ

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৫, ০২:০৮ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে খোঁজ মিললো আপন কফিশপে মারধরের শিকার তরুণীর

রাজধানীর খিলগাঁও তালতলা এলাকায় ‘আপন কফি হাউজ’ নামের একটি কফিশপের সামনে মারধরের শিকার সেই তরুণীর খোঁজ মিলেছে। মেয়েটির বাড়ি চাঁদপুরে। তার বাবা বাসচালক, মেয়েটিকে মানসিক ভারসামহীন বলে মনে করছে পুলিশ। তাই মেয়েটির নাম পরিচয় উল্লেখ করা হলো না।

গত ১১ এপ্রিল মারধরের ওই ঘটনা গত ১৪ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর কফিশপের দুজনকে হেফাজতে নেয় পুলিশ। পরে কফিশপের দুজনকে গ্রেফতার দেখিয়ে পরদিন আদালতে পাঠায় পুলিশ।

প্রথমে ভুক্তভোগী তরুণীর খোঁজ না মেলায় ১৪ এপ্রিল রাতে পুলিশ বাদী হয়ে মামলা নথিভুক্ত করে রামপুরা থানা পুলিশ। সেই মামলায় কফিশপের ম্যানেজার আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানান ডিএমপির মতিঝিল বিভাগের খিলগাঁও জোনের সহকারি পুলিশ কমিশনার আল আমিন।

তিনি বলেন, গতরাতে ভুক্তভোগী সেই তরুণীর খোঁজ পেয়েছি। ভুক্তভোগী তরুণী পরিবারের সঙ্গে খিলগাঁওয়ে থাকেন।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, ভুক্তভোগী তরুণীর খোঁজ পাওয়া গেছে। পরিবারসহ রাতে ওই ভুক্তভোগী তরুণীকে থানায় ডেকে নেওয়া হয়। পরিবারের সামনেই ঘটনা সম্পর্কে তরুণীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজ ঘটনা সম্পর্কে জবানবন্দির জন্য ভুক্তভোগীকে আদালতে পাঠানো হয়।

ছড়িয়ে পড়া ফেসবুক ভিডিওতে দেখা যায়, তরুণী সেদিন কফিশপের প্রবেশপথের সামনে যান। তখন ওই দোকানের দুইজন কর্মচারী ভেতর থেকে বেরিয়ে আসেন। এরপর কোনো কিছু না বলে তরুণীকে মারধর শুরু করেন একজন। পরে তরুণী দৌড়ে ঘটনাস্থল থেকে চলে যান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়