শিরোনাম
◈ ভারত-পাকিস্তান উত্তেজনা, বাংলাদেশ সীমান্তে ভারতের কড়া নজরদারি: রিপোর্ট ◈ ইসলামপন্থি দলগুলো বিএনপি নাকি জামায়াত কোন দিকে ঝুঁকছে? ◈ ইসরায়েল ইতিহাসের ভয়াবহতম দাবানলে জ্বলছে, চাইলো আন্তর্জাতিক সহায়তা ◈ শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া অসম্ভব: প্রধান উপদেষ্টা ◈ বজ্রসহ বৃষ্টির আভাস দেশজুড়ে, ১০টি পদক্ষেপ গ্রহণের পরামর্শ  আবহাওয়া অধিদপ্তরের  ◈ বাতিল হচ্ছে দেড়শ বছরের আইন: জুয়ার শাস্তি বাড়ছে ২ হাজার গুণ ◈ সৌদি আরবে ‘হুরুব’ আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা ◈ চীন নারী ফুটবল দল পাঠাতে চায় বাংলা‌দে‌শে, পুরুষ ক্রিকেট দল‌কে চী‌নে আমন্ত্রণ ◈ জাপা‌নি ক্লা‌বের কা‌ছে হে‌রে  এএফ‌সি চ্যাম্পিয়নস লিগ থেকে রোনাল‌দোর আল নাস‌রের বিদায় ◈ ছাত্রীদের সঙ্গে প্রতারণামূলক প্রেম ও ধর্ষণের অভিযোগে চীনা অধ্যাপক বরখাস্ত

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৪, ০৫:৫১ বিকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে স্কুল ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, আটক ১

মো:আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে : ঢাকার ধামরাইয়ে প্রেমের প্রস্তাবে রাজি না হওযায় ৭ম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করে বাড়ীতে নিয়ে ধর্ষণের অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।
 
এই ঘটনায় তাকে রাতেই প্রাথমিক ভাবে ডাক্তার দেখিয়ে বাসায় আনতে গেলে ধর্ষণকারীর লোকজন ভুক্তভোগীর পরিবারদেরকে মারধর করে সেখান থেকে ঐ ছাত্রীকে বাড়ীতেনিয়ে আটকিয়ে রেখে নির্যাতন করেছে বলে জানান পরিবার। পরে রাতে পরিবারের পক্ষ থেকে ধামরাই থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অপহরণ ও ধর্ষণকারী মোঃ সাইম হোসেন (২১) নামে একজনকে আটক করে এবং ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
 
এ ঘটনায় শুক্রবার(২৫অক্টোবর)রাতেই তরুণীর পরিবার ধামরাই থানায় অভিযুক্ত ধর্ষক সহ ২ জনের নাম উলেখ্য করে এবং ৪/৫জনের নাম অজ্ঞাত দিয়ে মামলা দায়ের করেন। এর আগে গত ২৪/১০/২৪ বিকালে নিজ বাড়ীর সামনে থেকে অপহরণ করে উপজেলার সানোড়া ইউনি য়নের মহিশাষী এলাকায় একটি ফাঁকা বাড়ীতে ধর্ষণের ঘটনাটি ঘটে। অভিযুক্ত ধর্ষকের নাম মোঃ সাইম হোসেন মহিশাষী এলাকার মোঃ আব্দুল কাদের এর ছেলে। অপর আসামী মোঃ আব্দুল কাদের। 
 
মামলা ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, বেশ কিছু দিন ধরে অভিযুক্ত ধর্ষক সাইম হোসেন বিভিন্ন সময় ও স্কুলে যাওয়ার সময়ে আমার মেয়েকে উত্যক্ত করে প্রেমের প্রস্তাব দেন।আমার মেয়ে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সাইম বৃহস্পতি বার বিকেলে বাড়ীর সামনে থেকে অজ্ঞাত নামা কয়েকজন ছেলেকে নিয়ে একটি সিএনজি করে আমার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। পরে সারা রাত অনেক খুজাখুজি করে জানতে পারি মহিশাষী এলাকায় আছে।এরপর আমরা সামা জিক মান-মর্যদা ও ইজ্জতের ভয়ে সেখানে গিয়ে মেয়েকে বাড়ীতে আনতে চাইলে ধর্ষকের পরি বার আমাদের মারধরকরে সেখানথেকে তারিয়ে দেয়।
এই বিষয়ে মহিশাষী এলাকার ইউপি সদস্য মোঃ আলাউদ্দিন বলেন, অপ্রাপ্ত মেয়েকে অপহরণ ও ধর্ষণ করে খারাপ কাজ করেছে। এদের কঠিন শাস্তি হওয়া দরকার। 
 
এ বিষয়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোখলেছুর রহমান বলেন,স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত সাইমকে আটক করা হয়েছে। বাকী আসামীদের ধরতে অভিযান চালানো হচ্ছে। এছাড়া স্বাস্থ্য পরীক্ষার জন্য ভুক্তভোগী তরুণীকে হাসপাতালে পাঠানো হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়