শিরোনাম
◈ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ ◈ বিল পরিশোধ, দীর্ঘদিন পর দায় মুক্ত পেট্রোবাংলা! ◈ নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ ◈ ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’- বক্তব্যটি হাসিনার: প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে হামলা গ্রেপ্তার ৫ ◈ জামিন স্থগিত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ◈ চট্টগ্রা‌মে মিরাজ তাণ্ডব, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ ◈ উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় প্রাইভেট কারসহ দুই অপহরণকারী গ্রেফতার ◈ সম্ভাব্য তারিখ জানা গেল ঈদুল আজহার ◈ নির্বাচনী কোন ধরনের ঐক্য বা জোটে আগ্রহী নয় এনসিপি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৪, ০৬:৫৫ বিকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারফিউ শিথিল হলেও ক্রেতাশূন্য রাজধানীর বিপণিবিতানগুলো 

ইমন হোসেন: [২] কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা ও কারফিউয়ের প্রভাবে স্বাভাবিক গতি হারিয়েছে রাজধানীর দোকানপাট ও বিপণিবিতানগুলো। দেশের বিভিন্ন স্থানে কারফিউ শিথিল থাকলেও ব্যবসায় এখনো স্বাভাবিক গতি ফেরেনি। বিক্রেতারা পণ্যের পসরা সাজিয়ে অপেক্ষায় থাকলেও ক্রেতার দেখা মিলছে না। বাণিজ্যের এমন মন্দাভাবে ব্যবসায়ীদের উদ্বেগ বাড়ছে।ব্যবসায় স্বাভাবিক দিন কবে ফিরবে সেই অপেক্ষায় দিন গুনছেন তারা।(খবরের কাগজ) 

[৩] রাজধানীর কয়েকটি বিপণিবিতানের ব্যবসায়ীরা জানান, কারফিউ শিথিল থাকলেও প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। সড়কে গণপরিবহনও স্বাভাবিক সময়ের চেয়ে অনেক কম। ফলে ক্রেতা উপস্থিতি ও বেচাবিক্রি দুটোই কম। অনেকে আবার দোকানই খুলছেন না। পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ সেরে ক্রেতার অভাবে পুরোটা সময় অলস কাটছে তাদের। (প্রথম আলো ৩১-০৮-২০২৪)

[৪] পল্টন মোড়ে ফুটপাতে মোবাইলের একসেসরিজ বিক্রেতা মোহাম্মদ সুমন বলেন, আগে সারাদিন ৪ থেকে ৫ হাজার টাকা বিক্রি ছিল, এখন দুপুর পর্যন্ত মাত্র ৩০০-৪০০ টাকা বিক্রি হয়। এতে ৭০-৮০ টাকা লাভ থাকে। পরিবার নিয়ে চলতে অনেক সমস্যা হয়।( ইনকিলাব ৩১-০৭-২০২৪)

[৫] চন্দ্রিমা সুপার মার্কেট দোকান মালিক সমিতির সাবেক সভাপতি মনজুর আহমেদ বলেন, বর্তমান পরিস্থিতিতে মার্কেট ব্যবসায়ীদের ব্যবসা ৯০ শতাংশ কমে গেছে। এতে দোকান খরচই উঠছে না। ব্যবসার যে পরিস্থিতি, তাতে এ মাসে অনেক  দোকানের কর্মচারীদের বেতন-ভাতা দিতেও কষ্ট হবে। ব্যবসায়ীরা সবাই চান দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসুক।(সময় নিউজ ০১-০৭-২০২৪) সম্পাদনা: সমর চক্রবর্তী

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়