শিরোনাম
◈ দগ্ধ শরীরে শিশুদের বাঁচানোর চেষ্টা করা সেই শিক্ষিকার মৃত্যু ◈ রক্তের জন্য মাইকিং : বার্ন ইউনিটে কান্নায় ভারী পরিবেশ, স্বজনদের আহাজারি ◈ পোড়া বাচ্চাটি দৌড়াচ্ছে সবাই ভিডিও করছে কিন্তু ধরছে না! ◈ শাসক পাল্টিয়েছে, কিন্তু শাসনের চরিত্র বোধহয় পাল্টায়নি: তারেক রহমান ◈ আমার বলার কোনো ভাষা নেই, আগুনে পুড়ে যাওয়া শিশুদের মা-বাবাকে আমরা কী জবাব দেব: ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ◈ পাইলট বিমানটি ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর ◈ মা, আমার সব জ্বলে’ — স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে দগ্ধ ইউশা ◈ সাগারিকার এক হালিতে বিধ্বস্ত নেপাল, সাফে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ ◈ সুন্দরবনের উপকূলে চার শতাব্দীর পুরনো কালীবাড়ি-শিববাড়ি পরিণত হতে যাচ্ছে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যে ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলে বর্ষায় প্রাণ ফেরে বাধালের নৌকার হাটে

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৫, ০৬:৩৪ বিকাল
আপডেট : ২২ জুলাই, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিমান বিধ্বস্তের লোমহর্ষক বর্ণনা দিলেন শিক্ষার্থী (ভিডিও)

রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজের একটি ভবনের ওপর বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ১৯ জন এবং আহত হয়েছেন শতাধিক মানুষ। সোমবার (২১ জুলাই) দুপুর দেড়টার দিকে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

প্রত্যক্ষদর্শী এক ছাত্রী জানান, দুপুর ১টার দিকে স্কুল ছুটি হওয়ার পর অনেক শিক্ষার্থী মাঠে ও আশপাশে খেলাধুলায় ব্যস্ত ছিল। এ সময় একটি যুদ্ধবিমান সরাসরি মাঠের দিকে অবতরণের চেষ্টা করে, কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে তা বিকট শব্দে ভবনের ওপর আছড়ে পড়ে। সাথে সাথে আগুন ধরে যায় এবং ভবনের একটি অংশ ধসে পড়ে।

আরেক শিক্ষার্থীর ভাষ্যমতে, দুর্ঘটনার স্থানটি ছিল মূলত বাগানঘেরা একটি এলাকা যেখানে দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণির ক্লাস চলত। পাশে ছিল ছাত্রাবাসও। তিনি জানান, ওই সময় সেখানে শিক্ষক, কর্মচারী ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন। অনেকের হাত-পা বিচ্ছিন্ন হয়ে যায়, এবং অনেকেই গুরুতর দগ্ধ হন।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে উত্তরা আধুনিক হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। ঘটনাস্থলে আহতদের জন্য জরুরি রক্তের প্রয়োজন হওয়ায়, সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে রক্ত দিতে দেখা যায়।

জানা গেছে, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা জানার জন্য ইতোমধ্যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীও এ বিষয়ে আলাদা তদন্ত চালাচ্ছে।

ঘটনার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২২ জুলাই (মঙ্গলবার) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়