শিরোনাম
◈ ঋতুপর্ণার জোড়া গোলে মিয়ানমারকে হারিয়ে ইতিহাসের দোরগোড়ায় বাংলাদেশ নারী দল ◈ বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে ইসি'কে ৪.৮ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান ◈ অপপ্রচারের বিরুদ্ধে জাতিসংঘকে একযোগে কাজের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ ছয় মাসের জন্য চট্টগ্রাম বন্দর পরিচালনা করবে নৌবাহিনী: নৌ উপদেষ্টা ◈ গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব: ট্রাম্প বললেন, ইসরায়েল ‘প্রয়োজনীয় শর্তে’ সম্মত ◈ দেশের ৩২ বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে: আইডিআরএ চেয়ারম্যান ◈ নতুন মূল্য নির্ধারণ এলপি গ্যাসের  ◈ আগামী এক বছরে মালয়েশিয়া সর্বোচ্চ ৪০ হাজার কর্মী নেবে: আসিফ নজরুল ◈ ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ◈ জুলাইয়ের মাঝামাঝিতে জাতীয় সনদে পৌঁছার আশাবাদ আলী রীয়াজের

প্রকাশিত : ০২ জুন, ২০২৩, ০৮:৪৫ রাত
আপডেট : ০২ জুন, ২০২৩, ০৮:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সক্রিয় চারটি ধরনই

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ও মৃত্যু বাড়ার শঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের

জেরিন আহমেদ: গেল বছরের প্রথম ৫ মাসের তুলনায় এ বছরের প্রথম ৫ মাসে রোগী বেড়েছে ৬ গুণের বেশি। এছাড়া জটিলতা এড়াতে সরকারি ল্যাবে শনাক্তকারী কিট সরবরাহের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। 

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের শঙ্কা ধীরে ধীরে বাস্তব হচ্ছে। হাসপাতালগুলোতে বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগী। পরিসংখ্যান বলছে, ২০২২ সালের প্রথম ৫ মাসে ডেঙ্গু রোগী ছিল ৩১৭ জন। ওই সময়ে এই রোগে কারো মৃত্যুর খবর মেলেনি। তবে এ বছরের প্রথম ৫ মাসেই আক্রান্ত, ১ হাজার ৯২৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে, ১৩ জনের। অর্থাৎ গেল বছরের একই সময়ের তুলনায় রোগী বেড়েছে ১৬ গুন। 

সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ভাইরোলজিস্ট  ডা. মো. জাহিদুর রহমান খান বলেন, এই সংখ্যা সামনে আরও বাড়বে। কারণ দেশে এখন ডেঙ্গুর চারটি ধরণই সক্রিয় রয়েছে।

এই ভাইরোলজিস্ট বলছেন, প্রতি ১শ’জন ডেঙ্গু রোগীর মধ্যে মাত্র ২৫ জনের লক্ষণ দেখা যায়। তাই জটিলতা এড়ানো ও সুচিকিৎসায় হাসপাতালে ভর্তি রোগীদের ডেঙ্গুর ধরণ পরীক্ষা করা দরকার। তবে এজন্য সরকারি হাসপাতালের ল্যাবে সরবরাহ করতে হবে শনাক্তকারী কিট। সূত্র: চ্যানেল ২৪

এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন চারজন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার  ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। 

এতে বলা হয়, নতুন ভর্তি রোগীর দুই জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং দুই ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সম্পাদনা: তারিক আল বান্না

জেএ/টিএবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়