শিরোনাম
◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা ◈ চূড়ান্তভাবে একীভূত হচ্ছে পাঁচ ব্যাংক, বসছে প্রশাসক ◈ ফরিদপুরে আসন পুনর্বিন্যাস নিয়ে অসন্তোষ, যা বলছেন ইসি সচিব

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২২, ১০:০২ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০২২, ১০:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় কেউ মারা যায়নি

করোনা ভাইরাস

শাহীন খন্দকার: দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। আগের দিন এই রোগে ২ জনের মৃত্যু হয়। এ সময়ে সংক্রমণ কমেছে দশমিক ৪৬ শতাংশ।শনিবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

অধিদপ্তর আরো জানিয়েছে, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩১২ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। শুক্রবার করোনায় শনাক্তের হার ছিল ৪ দশমিক ৭৫ শতাংশ। আজ তা কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ২৯ শতাংশে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৬ লাখ ৭২ হাজার ১৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২০ লাখ ৮ হাজার ৬৪৪ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ।

গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৩৫৭ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১৪৪ জন। আগের দিন ৪ হাজার ৫৮৫ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ২১৮ জন। দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪৫৬ জন।

এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫০ হাজার ৮৪৩ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ১২ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ১১ শতাংশ।

এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ২ হাজার ২৯৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৯৪ জন। শনাক্তের হার ৪ দশমিক ৯ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৩ দশমিক ৯৩ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়