শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২২, ০২:০৭ দুপুর
আপডেট : ০৭ জুলাই, ২০২২, ০২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনাভাইরাস থেকে রক্ষা পেতে মাস্ক পড়তে হবে পরিবারের সবাইকে

মাস্ক

শাহীন খন্দকার: রাজধানীর ধানমন্ডি সোবহানবাগের সানিয়া গৃহবধু আফরোজ শাপলা গত এক সপ্তহ ধরে ভুগছেন ঠান্ডাজ্বরে। এরই মধ্যে তার মেয়ে কলেজ শিক্ষার্থী দ্বিতীয়ারও দেখা দিয়েছে সর্দিজ¦র। গত কয়েকদিন তারা জ্বর, সর্দি, মাথা ব্যথায় ভুগছেন। মৌসুমি এই ঠান্ডা-জ্বর সর্দি-কাশি চলছে সারা দেশেই।
এ প্রসঙ্গে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)-এর সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সেনাল বলেন,  সর্দিজ¦র থেকে রেহাই পেতে সর্তকতা ছাড়া উপায় নেই। দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আবারও বাড়ছে। কারণ আমরা সর্তক না, স্বাস্থ্যবিধি মেনে চলছি না। করোনা থেকে রক্ষা পেতে পরিবারের সবাইকে এখন স্বাস্থ্যবিধি মানতে হবে, পড়তে হবে মাস্ক।

ডা. ইকবাল আর্সেনাল আরো বলেন, আমরা সর্দিজ¦রে আক্রান্ত হচ্ছি, অথচ পরীক্ষা করাচ্ছিনা। তবে সর্দিজ¦রে আক্রান্ত হলেই করোনা পরীক্ষা করা উচিত। কেননা সন্দেহজনকভাবে যারাই করোনা পরীক্ষা করাচ্ছেন, তাদেরই করোনা পজেটিভ দেখা যাচ্ছে।

তবে ডা. ইকবাল আর্সেনাল বলেন, সংক্রমণের হার বাড়লেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। সবাইকে হাত ধোয়ার অভ্যাস করতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। তা ছাড়া করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে সবাইকে অবশ্যই দ্রুত টিকা নিতে হবে। 

ডা. আর্সেনাল বলেন, হঠাৎ করোনা সংক্রমণ বাড়ার জন্য ওমিক্রনের দুটি সাব-ভ্যারিয়েন্টকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। 

শ্যামলী ২৫০ শষ্যা টিবি ও অ্যাজমা হাসপাতালের সহকারি পরিচালক ডা. আয়শা আক্তার বলেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চাপ পড়ছে নমুনা পরীক্ষায়। যারা আসছেন, তাদের প্রায় সবারই করোনাভাইরাসের মৃদু উপসর্গ রয়েছে। সম্পাদনা : মাজহারুল ইসলাম 

  • সর্বশেষ
  • জনপ্রিয়