শিরোনাম
◈ ঘন কুয়াশার কারণে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা ◈ জামায়াতের সঙ্গে জোট করার কারণ জানাল এনসিপি (ভিডিও) ◈ আমি এই এনসিপির অংশ হচ্ছি না: মাহফুজ আলম ◈ দেশে প্রবাসী আয়ে রেকর্ড ঢল: ডিসেম্বরের প্রথম ২৭ দিনে এলো ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা ◈ জানুয়ারিতে চালু হবে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট  ◈ হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে,আগামী ১০ দিনের মধ্যে চার্জশিট : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ নির্বাচন ও গণভোট সামনে রেখে ৮ সিদ্ধান্ত বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির চিঠি ◈ তাহেরির মাহফিল বন্ধ করেছে উপজেলা প্রশাসন, জানা গেল কারণ ◈ সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনা প্রত্যাখ্যান বাংলাদেশের

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২২, ০৪:৪৫ দুপুর
আপডেট : ০৪ জুলাই, ২০২২, ০৪:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন আরো ৩৬ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি 

হাসপাতাল

শাহীন খন্দকার: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রোম এমআইএস এর ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় ডেঙ্গু জরে সংক্রমিত হয়ে ৩৬ জন নতুন রোগীর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ জন।

সোমবার ৪ জুলাই তিনি জানিয়েছেন, সারাদেশে ৩৬ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তির মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৩১ জন আর ঢাকার বাইরে ৫ জন। এছাড়া বর্তমানে সারাদেশে সর্বমোট ১৪৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১২৫ জন ও ঢাকার বাইরে দেশের অন্যান্য বিভাগে ১৯জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।     

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১হাজার ২৩৮ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৯৩ জন রোগী।

ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছরে একজন রোগীর মৃত্যু হয়েছে। এদিকে গত বছর ১ জানুয়ারী থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু সংক্রমিত  হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু সংক্রমিত হয়ে মারা গেছেন ১০৫ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়