শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ০৪ জুন, ২০২৩, ১০:২৮ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৩, ১০:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলমান তাপপ্রবাহ আরও ৪-৫ দিন থাকতে পারে

৬৫ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা দিনাজপুরে

জেরিন আহমেদ: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার অধিদপ্তরের এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এ সময় আরও বলা হয় সোমবার থেকে পরবর্তী ৭২ ঘণ্টা বা তিন দিনেও সারাদেশে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
 
আবহওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, তাপদাহ আরও ৫ থেকে ৬ দিন থাকবে। আপাতত কোনো ঝড়ের সম্ভাবনা নাই। আগামী সাত তারিখ বর্সা কাল শুর হবে, তা সারাদেশে বিস্তার লাভ করবে আগামী ১৫ তারিখ।

রোববার সকাল পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে  বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। উল্লেখিত সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সূত্র: বুলেটিন

রাজশাহী, নওগাঁ, নীলফামারী ও দিনাজপুর জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগসহ রংপুর ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ এবং মৌলভীবাজার, চাঁদপুর ও নোয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় সিলেটে ৩৭ মিলিমিটার ও মৌলভীবাজারে ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে, ২৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৪১ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় গতকাল ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

উত্তরের জেলা দিনাজপুরে সবচেয়ে বেশি গরম পড়েছে। গত ৬৫ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে জেলায়। রোববার (৪ জুন) জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ১৯৫৮ সালের ৩ জুন জেলায় এই তাপমাত্রার রেকর্ড করা হয়েছিল। 

অপর দিকে দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান জানান, রোববার বিকেল ৩ টায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস, আর্দ্রতা ১৬ শতাংশ। শনিবার (৩ জুন) জেলার তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার ৪০ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস ও বৃহস্পতিবার ছিল ৪১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

জেএ/এসএইচবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়