শিরোনাম
◈ চট্টগ্রামে ভারী বর্ষণে ভেঙে গেল ব্রিজ ◈ বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার: ৭ আগস্ট, ২০২৫ ◈ টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ ◈ দ‌ক্ষিণ আফ্রিকাকে হারালো বাংলাদেশ, একই দ‌লের বিরু‌দ্ধে ফাইনাল ১০ আগস্ট ◈ অন্তর্বর্তী সরকার চেষ্টা কর‌ছে নির্বাচ‌নে জামায়াত ও এনসিপিকে বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসাবে গ‌ড়ে তুল‌তে ◈ নারী সহকর্মীর স‌ঙ্গে অসভ‌্যতা ও অশ্লীল ছবি পাঠানোয় নিষিদ্ধ হলেন কোচ ◈ বি‌শ্বের সাত শীর্ষ ফ্রাঞ্চাই‌জি টুর্না‌মে‌ন্টের তা‌লিকায় নেই  বিপিএল ◈ বাংলা ভাষাকে ‘বাংলাদেশি’ বলা নিয়ে প্রতিবাদে ইস্ট বেঙ্গল সমর্থকরা, গ্যালারিতে টিফো উন্মোচন ◈ জয় কি নেতৃত্বে আসছেন? শেখ হাসিনার পতনকে 'ষড়যন্ত্র' হিসেবে প্রতিষ্ঠার কৌশল নিয়ে এগােচ্ছে আওয়ামী লীগ ◈ অস্ট্রেলিয়ায় শিরোপা জিততে চান সোহানরা, রা‌তে রওনা হ‌লো বাংলা‌দেশ দল

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৩, ০৬:১২ বিকাল
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০২৩, ০৬:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭ বছর পর ফিরছেন রেদওয়ান রনি, সঙ্গে চঞ্চল

শিমুল চৌধুরী ধ্রুব: [২] বিজ্ঞাপন ও নাটক পরিচালনা করে নির্মাতা হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন রেদওয়ান রনি। এরপর ২০১২ সালে ‘চোরাবালি’ ও ২০১৬ সালে ‘আইসক্রিম’ নামের চলচ্চিত্র দুটি নির্মাণ করে প্রশংসিত হন তিনি। এরপর কেটে গেছে ৭ বছর। এরমধ্যে তার কোনো সিনেমা নির্মাণের কথা শোনা যায়নি। এবার বিরতি ভেঙে ‘দম’ নিয়ে পর্দায় ফিরছেন এই নির্মাতা। এই ছবিতে থাকছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

[৩] দুই বাংলার তিনটি বড় প্রযোজনা প্রতিষ্ঠান ভারতের এসভিএফ, বাংলাদেশের আলফা আই ও চরকির ব্যানারে নির্মিত হতে যাচ্ছে যৌথ প্রযোজনার ছবি ‘দম’। শনিবার (৯ ডিসেম্বর) বিকালে রাজধানীর একটি তিন তারকা হোটেলে এই ছবির ঘোষণা দেওয়া হয়। যেখানে উপস্থিত ছিলেন এসভিএফ-এর চেয়ারম্যান ও সহপ্রতিষ্ঠাতা মাহেন্দ্র সনি, আলফা আই-এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল এবং চরকির সিইও রেদওয়ান রনি।

[৪] জানা গেছে, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে দেশের সবচেয়ে বড় ক্যানভাসের যৌথ সিনেমা হতে যাচ্ছে ‘দম’। এই ছবিতে চঞ্চলের সঙ্গে অভিনয়ে থাকতে পারেন কলকাতার স্বস্তিকা মুখার্জী ও সোহিনী সরকার।

[৫] সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই সিনেমার মাধ্যমে ইতিহাসে বাংলা চলচ্চিত্রের নতুন অধ্যায় যুক্ত হতে যাচ্ছে। এছাড়া, দুই বাংলার তিন প্রতিষ্ঠানের এই যৌথ প্রযোজনা চলবে নিয়মিত। কারণ, দুদিন পরই (১১ ডিসেম্বর) আরেকটি ছবির ঘোষণা আসছে একই ভেন্যু থেকে। যেটা নির্মাণের দায়িত্বে থাকবেন রায়হান রাফী। সম্পাদনা: সমর চক্রবর্তী

এসসিডি/টিএবি/এনএইচ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়