শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৩, ০৮:০৭ রাত
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৩, ০৮:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যা পাওয়া উচিত ছিল তার এক ভাগও পাইনি: রুবেল

শিমুল চৌধুরী ধ্রুব: [২] আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ থেকে বরিশাল ৩ আসনের মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন অভিনেতা মাসুম পারভেজ রুবেল। কিন্তু নৌকার টিকিট তার ভাগ্যে জোটেনি। তবে স্বতন্ত্র নির্বাচন করবেন কিনা, তা নিয়ে এখনো পূর্ণ সিদ্ধান্ত নেননি তিনি।

[৩] এ প্রসঙ্গে রুবেল বলেন, ‘আমার যারা ভক্ত তারা আশা করেছিলেন আমি মনোনয়ন পাব। কারণ আমাদের (আওয়ামী লীগের) সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে যদি ফিল্ম আর্টিস্টদের মনোনয়ন দেওয়া হয় তবে আমরা কেন দিতে পারব না। ওই জায়গা থেকে আমি উল্টো প্রশ্ন করতে পারি আমাকে দেওয়া হলো না কেন।’

[৪] তিনি বলেন, ‘আমি মনে করি, দলীয়ভাবে আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ডসহ সবদিক যদি চিন্তা করা হয় সেখানেও আমাকে দেওয়ার মতো ইতিবাচক দিক ছিল। তারা দিতে পারতেন। তারপরও হয়তো হাইকমান্ডের সঙ্গে সেভাবে যোগাযোগ করিনি, তাদের পছন্দ হয়নি তাই তারা দেননি। যাদের পছন্দ হয়েছে তাদের দিয়েছেন। সে ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই।’

[৫] রুবেল বলেন, ‘সারাজীবন বঙ্গবন্ধুর আদর্শে চলেছি, বঙ্গবন্ধুর জন্য কাজ করেছি। এটা যেমন সত্য সেজন্য কিছু পাওয়া হয়নি সেটিও সত্য। আমাদের পরিবারে আমরা তিন ভাই মুক্তিযোদ্ধা। এক ভাই যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। ওই জায়গা থেকে আমরা পুরো পরিবার বঙ্গবন্ধুর কথা বলেছি। সে হিসেবে যদি বলি, তাহলে আমার যা পাওয়া উচিত ছিল তার একশ ভাগের এক ভাগও পাওয়া হয়নি। সেজন্য আমার কোনো দুঃখ নেই। আল্লাহ চাননি তাই পাইনি। কারও বিরুদ্ধে অভিযোগ নেই। তবে খারাপ যে লাগে না তা না। দুই এক সময় লাগে।’

[৬] বাংলা সিনেমার এই অ্যাকশন কিং স্বতন্ত্র প্রার্থীতা প্রসঙ্গে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ক্ষেত্রে দল থেকে কোনো বিধিনিষেধ নেই। কেউ চাইলে করতে পারবেন। আমি তখন গণভবনে উপস্থিত ছিলাম। অতএব এক জায়গায় দুইজন প্রার্থী হতেই পারবেন। সেক্ষেত্রে আমার অপশন আছে। ঢাকার কোনো একটি আসন থেকে আমি প্রার্থী হতে পারি কিংবা অন্য কোথাও থেকেও হতে পারি। তাছাড়া ৩০ তারিখ পর্যন্ত সময় আছে। তাই বলা যাচ্ছে না। কোনো একটি জায়গা থেকে প্রার্থী হতেও পারি।’ সম্পাদনা: তারিক আল বান্না

  • সর্বশেষ
  • জনপ্রিয়