শিরোনাম
◈ বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিশ্চয়ই ভারত ঠিক করবে না: পররাষ্ট্র উপদেষ্টা ◈ নতুন নীতিমালা জারি ব্যাংকে পদোন্নতির বিষয়ে ◈ জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে অংশ নেবে বিএনপি ◈ '৫ মিনিটে ২০ বার স্যার বলতে হয়', চাঁদা নিতে গিয়ে ভুয়া এন.এস.আই কর্মকর্তা গ্রেফতার! (ভিডিও) ◈ ৫ আগস্ট: স্বৈরাচার পতনের দিন, মুক্তির মহোৎসব ◈ সিরাজগঞ্জে মিম হত্যাকারীদের শাস্তির দাবিতে হিজড়া সম্প্রদায়ের মানববন্ধন ও থানা ঘেরাও ◈ রাজধানীর ২ জায়গায় ককটেল বিস্ফোরণ ◈ অনেকেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে বয়স্ক ভাতা পেয়েছেন: প্রধান উপদেষ্টা ◈ মৃত্যুর কারণ অনুসন্ধানে ১১৪ জুলাই শহিদের মরদেহ উত্তোলনের নির্দেশ ◈ ক্ষমতায় গেলে বাক স্বাধীনতা ও কর্মসংস্থান নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৩, ০৫:০২ বিকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২৩, ০৫:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গানটি গাওয়ার সময় ঝুম বৃষ্টি হয়েছিলো 

মুসবা তিন্নি: [২] বাংলাদেশে ব্যান্ড সংগীতের ইতিহাসে অন্যতম জনপ্রিয় গানের তালিকায় রয়েছে এটি। দেশে যেকোনো এলাকায় ঘরোয়া কিংবা আনুষ্ঠানিক কোনো গানের আসরে, বন্ধু মহলের আড্ডায়, পিকনিকে এর পরিবেশনা থাকবেই। ছুটির দিনে, বৃষ্টির দিনে ইউটিউবে বা সংগ্রহে থাকা গানের তালিকা  থেকে গানটি শোনেন অনেকেই। অনেককেই এ গান করে তোলে স্মৃতিকাতর।

[৩] সহজ-প্রাঞ্জল কথার গানটির সঙ্গে শ্রোতারা খুব সহজেই একাত্ম হয়ে যায়। প্রকাশ পাওয়ার পর থেকেই গানটি এত জনপ্রিয়তা লাভ কওে যে এটি ডিফরেন্ট টাচের সিগনেচার গানে পরিণত হয়। উঠতি ব্যান্ড, যারা অন্য ব্যান্ডের গান কভার করে থাকে, তাদের পছন্দের শীর্ষে এখনো রয়েছে গানটি। তার জন্য অবশ্য  শ্রোতাদের গ্রহণযোগ্যতাটাই মূল কারণ।

[৪] জানেন কী, গানটির জন্ম কোনো এক শ্রাবণের রাতেই ১৯৮৭ সালে। ব্যান্ডদল ডিফারেন্ট টাচের শেষ গান ছিলো এটা। আশরাফ বাবুর কথা ও সুরের এই গানটি ১৯৯১ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এক কনসার্টে শুরুর কয়েক মুহূর্ত পরই সত্যি সত্যি বৃষ্টি শুরু হয়েছিলো। 

[৫] মজার ব্যাপার হলো, পরের বছর একই জায়গায় আরেকটি কনসার্টে যখনই ডিফারেন্ট টাচ ‘শ্রাবণের মেঘগুলো’ গাওয়া শুরু করল, তখন আবার বৃষ্টি শুরু হয়েছিলো।

[৬] শ্রাবণের মেঘগুলো গানটি পুরো দেয়া হলো
কথা ও সুর: আশরাফ বাবু
শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে
অঝোরে নামবে বুঝি শ্রাবণে ঝরায়ে
আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে
কবিতার বই সবে খুলেছি
হিমেল হাওয়ায় মন ভিজেছে
জানালার পাশে চাপা মাধবী
বাগানবিলাসী হেনা দুলেছে
আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে
মেঘেদের যুদ্ধ শুনেছি
সিক্ত আকাশ কেঁদে চলেছে
জমেছে হাঁসের জলকেলি
পথিকের পায়ে হাঁটা থেমেছে
আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে।
সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এমটি/এসএইচবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়