আশিক নূরী : [১] দিলারা হানিফ রীতা পূর্ণিমা জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি উপস্থাপিকা হিসেবেও তাঁর খ্যাতি আকাশচুম্বী। পূর্ণিমার চলচ্চিত্র জগতে পথচলা শুরু হয়েছিল জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্রের মাধ্যমে। কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে তিনি তাঁর প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
[২] পূর্ণিমা ১৯৮৪ সালের ১১ জুলাই আজকের এই দিনে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। ২০০৩ সালে মুক্তি পায় তাঁর সব থেকে সফল ছবি মতিউর রহমান পানু পরিচালিত ‘মনের মাঝে তুমি’।
[৩] পূর্ণিমা চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি টিভি নাটকেও কাজ করেছেন। ২০১১ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়ান দিবস উপলক্ষে তাঁর ছোটগল্প ল্যাবরেটরি অবলম্বনে মাহবুবা ইসলাম সুমির পরিচালনায় ল্যাবরেটরি নাটকে সেজুতি চরিত্রে অভিনয় করেন। এছাড়া একই বছর বিভিন্ন টেলিভিশন চ্যানেলের জন্য ঈদের পাঁচটি নাটকে অভিনয় করেন।
[৪] পূর্ণিমা অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছেÑ ‘এ জীবন তোমার আমার’, ‘নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’, ‘হৃদয়ের কথা’, ‘ধোঁকা’, ‘শিকারী’, ‘স্বামী-স্ত্রীর যুদ্ধ’, ‘মেঘের পরে মেঘ’, ‘টাকা’, ‘শাস্তি’, ‘মনের সঙ্গে যুদ্ধ’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’ ও ‘ওরা আমাকে ভাল হতে দিল না’ প্রভৃতি।