শিমুল চৌধুরী ধ্রুব: দীর্ঘ আট বছর আগে সর্বশেষ বড় পর্দায় দেখা গিয়েছিলো অভিনেত্রী কুসুম সিকদারকে। এর দুবছর পর ছোট পর্দায় হানিফ সংকেতের শেষ অশেষের গল্প নাটকে শেষবার অভিনয় করেন তিনি। এরপর আর তাকে কোনো মাধ্যমেই তেমন দেখা যায়নি। এবার শরতের জবা নামের একটি চলচ্চিতের মাধ্যমে দীর্ঘ বিরতি ভেঙ্গে ফিরছেন এই অভিনেত্রী।
এই সিনেমায় কুসুম শুধু অভিনেত্রী হিসেবেই আসছেন না, সঙ্গে নতুন পরিচয়েও আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। শরতের জবা গল্প ও চিত্রনাট্য লিখেছেন তিনিই। শুধু তাই নয়, এই সিনেমার মাধ্যমে পরিচালক-প্রযোজক হিসেবে নিজেকে পরিচয় করাতে আসছেন কুসুম সিকদার। তার প্রযোজনা প্রতিষ্ঠান পহরডাঙ্গা পিকচার্সের প্রথম নিবেদন হতে যাচ্ছে এটি। গত অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছিল তার গল্পগ্রন্থ অজাগতিক ছায়া। এই বইয়ে স্থান পেয়েছিলো তার শরতের জবা গল্পটি।
জানা গেছে, ইতোমধ্যেই শুটিং সম্পন্ন হয়েছে সিনেমাটির। কুসুমের দাদাবাড়ি নড়াইলের কালিয়া উপজেলায় পহরডাঙ্গা ইউনিয়নে দৃশ্যধারণ করা হয়েছে এ চলচ্চিত্রের। এখন পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। তার সঙ্গে সিনেমাটি যৌথভাবে পরিচালনা করছেন সুমন ধর। দুই ঘণ্টা দৈর্ঘ্যের সিনেমাটি ওটিটি নাকি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তা জানা যায়নি।
নতুন পরিচয় ও কাজ নিয়ে কুসুম বলেন, এই কাজটির মাধ্যমে অনেকদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। আশা করছি, দর্শক ভালো একটি কাজ উপহার পেতে যাচ্ছে।
এ সিনেমাটিতে আরো অভিনয় করেছেন ইয়াশ রোহান, জিতু আহসান, শহীদুল আলম সাচ্চু, নরেশ ভূঁইয়া, মাহমুদুল ইসলাম মিঠু, অশোক ব্যাপারি, হাসনাত রিপন, জাহাঙ্গীর প্রমুখ।
এসসিডি/এসবি২