শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৩, ০৮:৫১ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২৩, ০৮:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

`জ্বীন' টিজার প্রকাশ, ঈদে মুক্তি পাবে

জ্বীন

মনিরুল ইসলাম: জাজ মাল্টিমিডিয়ার 'জ্বীন' এর ৫৮ সেকেন্ডের টিজার প্রকাশ করেছে। আজ সোমবার টিজারটি প্রকাশ করা হয়। এতে বলা শুরু বলা হয়েছে, সাইন্সের ব্যাখ্যা যেখানে শেষ ধর্মের ব্যাখ্যা সেখান থেকে শুরু...। ভৌতিক ঘরানার এ সিনেমাটি শুটিং শুরু হয় ২০১৯ সালে।

টিজারটি অল্প সময়েই সাড়া ফেলেছে। ছবিটি আগামি ঈদুল ফিতরের (রোজার ঈদ) মুক্তি পাবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। এই ছবিতে বিজ্ঞাপন ও টিভি অভিনেতা সজলের সাথে জুটি বেঁধেছেন এ সময়ের আলোচিত ও জনপ্রিয় নায়িকা পূজা চেরি।ছবির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন  নায়ক রোশান, মুন, সুজাতা প্রমুখ। 

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত, অভিনেতা ও নির্মাতা নাদের চৌধুরী পরিচালিত এ ছবিতে  বড় পর্দার দর্শকরা দেখতে পাবেন সজল-পূজার নয়া কেমিস্ট্রি।

জাজের কর্ণধার আব্দুল আজিজ  বলেন, সজল একজন খুব ভাল অভিনেতা । আর 'জ্বীন' সিনেমায় সে দুর্দান্ত অভিনয় করেছে । 

তিনি বলেন, জ্বীন সিনেমার মাধ্যমে সজল তার দ্বিতীয় ইনিংস শুরু করছে । আর আমাদের বিশ্বাস দ্বিতীয় ইনিংসের মাধ্যমেই জ্বীন সিনেমা দিয়ে সে ছক্কা মারবে। ঈদুল ফিতর, ২০২৩ এর সিনেমা জ্বীন।

এদিকে, সজল বলেন, ‘জ্বীন’-এর গল্প আমাকে ভীষণভাবে স্পর্শ করেছে।ঈদে দর্শকরা দেখতে পারবেন। জ্বীনের গল্প নির্মাণ দুটোই ভালো। এখানে হাসি আনন্দ কান্না ভয় রোমান্স সবকিছু আছে।  আমার বিশ্বাস  জ্বীন সিনেমা দর্শকদের ভালো লাগবে।

এমআই/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়