শিরোনাম
◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক ◈ ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ৬০ জন এমপির চিঠি ◈ সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ : প্রেসসচিব

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩, ০৫:৪৯ বিকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২৩, ০৫:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্ষমা না চাইলে সালমানকে হত্যা করা হবে: লরেন্স

লরেন্স-সালমান

শিমুল চৌধুরী ধ্রুব: জেলে বসেই বলিউড অভিনেতা সালমান খানকে হুমকি দিলেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। আবারও পরিষ্কার জানিয়ে দিলেন, ‘সালমান খানকে হত্যা’ করাই তার জীবনের লক্ষ্য। সেই সঙ্গে এর আগে খুন হওয়া পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার সঙ্গেও সালমানের তুলনা করেছেন তিনি। হিন্দুস্তান টাইমস

লরেন্স বিষ্ণোই হুমকি দিয়ে বলেছেন, ‘অহংকার ওদের রাবণের চেয়েও বড়।’ দিনকয়েক আগেই এই গ্যাংস্টার সাফ জানিয়ে দিয়েছিলেন যে সালমান খান প্রকাশ্যে বিষ্ণোই সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইলেই এ ঘটনার নিষ্পত্তি হবে। সম্প্রতি কারাগারে বসে সাক্ষাৎকার দিয়েছেন লরেন্স বিষ্ণোই।

এ সময় তিনি বলেন, ‘আমার জীবনের লক্ষ্য হলো সালমান খানকে হত্যা করা। সালমানের নিরাপত্তা সরিয়ে দিলেই আমি তাকে হত্যা করব। সালমান খানকে ক্ষমা চাইতে হবে। তার মন্দিরে যাওয়া উচিত এবং ক্ষমা প্রার্থনা করা উচিত।’

তিনি আরও বলেন, ‘যদি তিনি (সালমান) ক্ষমা চান, তাহলে বিষয়টি শেষ হয়ে যাবে। আসলে সালমান অহংকারী, মুসেওয়ালাও এমন ছিলেন। সালমানের অহং রাবণের চেয়েও বড়।’ এর আগে লরেন্স বিষ্ণোই দাবি করেছিলেন, সালমান খান তাকে টাকা দেয়ার প্রলোভন দেখিয়েছিলেন। তিনি তখন জানান, ‘সালমান খানকে নিয়ে আমাদের সমাজে ক্ষোভ রয়েছে। সে আমার সমাজকে অপমান করেছে। তার বিরুদ্ধে মামলা হলেও সে ক্ষমা চায়নি।’

তিনি আরও হুমকি দেন, ‘যদি সে ক্ষমা না চায়, তাহলে পরিণতি ভোগ করতে প্রস্তুত থাকুক। আমি অন্য কারো ওপর নির্ভর করব না। ছোটবেলা থেকেই তার ওপর আমার মনে ক্ষোভ রয়েছে। তার উচিত আমাদের দেবতার মন্দিরে এসে ক্ষমা চাওয়া। আমাদের সমাজ যদি তাকে ক্ষমা করে, তাহলে আমি কিছু বলব না।’

কৃষ্ণসার হরিণ বিষ্ণোই সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র বলে গণ্য হয়। এই সম্প্রদায়ের একজনই এই লরেন্স। ১৯৯৮ সালে সালমান খান যোধপুরে ফিল্মের শুটিং চলাকালীন দুটি কৃষ্ণসার হরিণ হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। তখন থেকেই বিষ্ণোই সম্প্রদায়ের চক্ষুশূল বলিউডের ‘ভাইজান’। সেই ধারাবাহিকতায় সালমান খান লরেন্স বিষ্ণোইয়ের রোষানলে পড়েছেন।

এসসিডি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়