শিরোনাম
◈ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ফেসবুক আইডি হ্যাকড ◈ জুলাই গণঅভ্যুত্থানের ১০৬ মামলায় চার্জশিট দিল পুলিশ ◈ ফিফা আরব কাপ, স্বাগ‌তিক কাতারকে একমাত্র গোলে হারালো ফিলিস্তিন ◈ দেশে ফিরলে তারেক রহমানও কী এসএসএফ নিরাপত্তা পাবেন? ◈ সাকিব ও মোস্তাফিজ আইপিএলের নিলামের তালিকায় ◈ বেগম জিয়ার অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল ◈ গুমের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড, অধ্যাদেশ জারি ◈ নতুন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি চালু: গ্রাহকদের টাকা উত্তোলনের বিষয়ে যা জানা গেল ◈ জানা গেল জাতীয় নির্বাচন ও গণভোটের সম্ভাব্য তারিখ, চূড়ান্ত হবে রোববার ◈ বাড়ল এলপি গ্যাসের দাম

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২২, ০৮:২০ রাত
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২২, ০৮:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কত ছিলো অমিতাভ বচ্চনের প্রথম বেতন?

অমিতাভ বচ্চন

এ্যানি আক্তার: ২০১৫ সালের এক অনুরাগীর একটি পুরনো টুইট বুধবার (৩০ নভেম্বর) নিজের ব্লগে শেয়ার করেন বলিউড শাহেনশাহ্ অমিতাভ বচ্চন। সেখানে শুধু চাকরির শেষ দিনই নয়, ওই টুইট থেকে তার প্রথম পাওয়া বেতনের পরিসংখ্যানও জানা যায়। আনন্দবাজার

তার টুইটে বলছে, কলকাতায় ব্ল্যাকার্স কোম্পানিতে অমিতাভ বচ্চনের কর্মজীবনের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর ১৯৬৮। বেতন ছিল ১৬৪০ টাকা। এখনও সেই ফাইল সংরক্ষণ করা আছে।

প্রথম চাকরি প্রত্যেকের জীবনেই একটা আলাদা স্থান দখল করে থাকে। অমিতাভের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। বুধবার নিজের চাকরি জীবন এবং সেই সঙ্গে কলকাতায় কাটানো দিনগুলোর নস্টালজিয়ায় ভাসেনন অভিনেতা।

তিনি আরও লেখেন, তখন দশ ফুট চওড়া ঘরে আমরা ৮ জন একসঙ্গে থাকতাম। সেসব দিন ছিল বটে। অফিসের পর বন্ধুদের সঙ্গে জনপ্রিয় রেস্তোরাঁর বাইরে দাঁড়িয়ে থাকতাম। আর ভাবতাম কোনো দিন হয়তো ভেতরে প্রবেশের জন্য টাকা উপার্জন করেত পারব। দারোয়ানকে অনুরোধ করে কখনও কখনও ভেতরে ঢোকার চেষ্টা করতেন অমিতাভ ও তার বন্ধুরা।

এখানেই থেমে না গিয়ে অমিতাভ জানান, এখনও কলকাতায় এলে পুরনো বন্ধুদের সঙ্গে তার দেখা হয়। এমনকি, রাতের অন্ধকারে ফেলে আসা শহরের সেই পরিচিত জায়গাগুলোও সময় করে ঘুরে দেখেন বলিউড মেগাস্টার।

এএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়