শিরোনাম
◈ আমরা ‘ডু অর ডাই’ পরিস্থিতির মধ্যে চলে গিয়েছিলাম: নাহিদ ইসলামের বর্ণনায় জুলাইয়ের দিনগুলো ◈ বাংলাদেশে কোনো জঙ্গি নাই, বাংলাদেশে আছে ছিনতাইকারী: ঢাকার পুলিশ কমিশনার ◈ বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব পাওয়া ক্রিকেট কোচ গর্ডন গ্রিনিজকে যেভাবে বিদায় নিতে হয়েছিলো ◈ মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য, কেউ কেউ আইএসের সঙ্গে যুক্ত (ভিডিও) ◈ এনসিপির ছায়ায় ফিরছে আওয়ামী লীগ : সাবেক এমপি কায়কোবাদ ◈ জমি অধিগ্রহণের পর সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিল: চীনা বিনিয়োগকারীদের উদ্বেগ (ভিডিও) ◈ সার্ক অচল: চীন-পাকিস্তানের বিকল্প জোট গঠনের ভাবনা, বাংলাদেশ জানালো অংশ নেয়ার পরিকল্পনা নেই ◈ দে‌শি আম্পায়ার‌দের দক্ষতা বাড়া‌তে ৩ বছরের জন্য অ‌স্ট্রেলিয়ান সাইমন টাফেলকে নিয়োগ দিচ্ছে বিসিবি ◈ বিপিএল শুরু হ‌বে জানুয়া‌রি‌তে, দল এখ‌নো চূড়ান্ত হয়‌নি  ◈ আর্জেন্টিনার ফুটবল ম্যাচে ইসরায়েলবিরোধী বিক্ষোভ: পতাকা, কফিন, ড্রোন—৫ সমর্থক গ্রেপ্তার, নিষেধাজ্ঞা জারি

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২২, ১২:৩১ রাত
আপডেট : ২৬ নভেম্বর, ২০২২, ০২:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রকাশ্যে চুমু, অভিনেত্রী সুনেরাহকে চড় মারলেন সিয়াম (ভিডিও)

সিয়াম আহমেদ- সুনেরাহ বিনতে কামাল

ডেস্ক রিপোর্ট : বর্তমান হালের জনপ্রিয় মুখ সিয়াম আহমেদ। ছোট পর্দা দিয়ে কাজের শুরু হলেও এখন তিনি সিনেমায় হয়েছেন নিয়মিত। একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে জায়গা করে নিয়েছেন ভক্তের হৃদয়ে। জনপ্রিয় এই অভিনেতা এবার প্রকাশ্যে চড় মেরে বসলেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালকে। এমনই একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, আর্মি স্টেডিয়ামে প্রাকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন সিয়াম আর সুনেরাহ। ব্যাকগ্রাউন্ডে জেমসের গান বাজছে, অনেক মানুষের মাঝে সেই গানের তালে দুলছেন সিয়াম আহমেদ এবং সুনেরাহ।

এক পর্যায়ে সিয়ামকে জোর করে চুমু খান এ অভিনেত্রী। আর এতেই চটে গিয়ে সুনেরাহকে 'চড়' মেরে বসেন সিয়াম। এরপর সেখানে থেকে রেগে বের হয়ে যান নায়িকা।

বিষয়টি নিয়ে জানতে চাইলে সুনেরাহ বিনতে কামাল বলেন, 'আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না।' শুটিং কি না জানতে চাইলে তিনি জানান, 'হ্যাঁ এটা শুটিং ছিল।' তবে কিসের শুটিং সেটে এমন দৃশ্য সেটা জানাতে নারাজ এই অভিনেত্রী।

এদিকে পরিচালক দীপঙ্কর দীপনের নতুন সিনেমা 'অন্তর্জাল'-এ একসঙ্গে দেখা যাবে সিয়াম-সুনেরাহকে। তাই ধারণা করা হচ্ছে 'অন্তর্জাল' সিনেমারই শুটিং-এর দৃশ্য ছিল ভাইরাল হওয়া সেই ভিডিওটি।

উল্লেখ্য, ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ন ডরাই’ সিনেমাতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় পুরস্কার জেতেন সুনেরাহ। এরপর থেকে বেশ কয়েকটি সিনেমা ওয়েবফিল্মে অভিনয় করে সুনাম কুড়িয়েছেন।

এইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়