শিরোনাম
◈ খালেদা জিয়ার জানাজা: বুধবার সকাল ৭টা থেকে বন্ধ থাকবে যেসব সড়ক ◈ এবার ভোটারদের কাছে ক্ষমা চেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ৪ নেতা ◈ জ্বালাময়ী যে বক্তব্যের পর বেগম খালেদা জিয়াকে আর জনসমাবেশ করতে দেওয়া হয়নি (ভিডিও) ◈ এবার কারাগার থেকে প্রার্থী হলেন সাবেক যুবলীগ নেতা ◈ রাজপথের সংগ্রাম থেকে ঘরোয়া স্নেহ—ঘনিষ্ঠ সহযোদ্ধাদের স্মৃতিতে খালেদা জিয়া যেমন ছিলেন ◈ খালেদা জিয়ার প্রধানমন্ত্রীত্বের তিন মেয়াদে আলোচিত ১০টি ঘটনা ◈ খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা ◈ গণতান্ত্রিক সংগ্রামে অনন্য অনুপ্রেরণা ছিলেন খালেদা জিয়া—ড. কামাল ◈ খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের স্পিকার ◈ ছাত্রদলকর্মীকে ডেকে নিয়ে হত্যা

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৭:৫৯ বিকাল
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৬ ফেব্রুয়ারি বিয়ে করছেন বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা

গত অক্টোবরের প্রথম দিকে দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বাগদান সম্পন্ন করেন। সে সময় ভারতীয় গণমাধ্যম জানিয়েছিল, ২০২৬ সালে তারা বিয়ে করবেন। তবে তখন বিয়ের সঠিক তারিখ ও স্থান জানা যায়নি। এবার জানা গেছে, এই তারকা জুটির বিয়ের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে।

বিজয়-রাশমিকার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ২৬ ফেব্রুয়ারি ২০২৬-এ রাজস্থানের উদয়পুরের একটি ঐতিহ্যবাহী প্রাসাদে অনুষ্ঠিত হবে তাদের বিয়ের অনুষ্ঠান। বাগদানের মতোই অনুষ্ঠানটি হবে ঘনিষ্ঠভাবে, শুধুমাত্র পরিবার ও নিকটজনদের উপস্থিতিতে। হায়দরাবাদে ফিরে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির বন্ধুদের সঙ্গে বড় আকারে উদযাপনের পরিকল্পনা আছে কি না, তা এখনো জানা যায়নি।

রাশমিকা ও বিজয় চলতি বছরের ৩ অক্টোবর দাসরা উৎসবের পর, হায়দরাবাদে ব্যক্তিগতভাবে আংটি বিনিময় করেন। সে সময় তারা প্রকাশ্য ঘোষণা করেননি, তবে বিজয় সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

দম্পতির প্রেমের খবর অনেকদিন ধরেই গুঞ্জন ছিল। তারা ২০১৮ সালের হিট ছবি গীতা গোবিন্দম এবং ২০১৯ সালের ডিয়ার কমরেড-এ একসঙ্গে অভিনয় করেছেন। দীর্ঘদিনের সম্পর্কের পর অবশেষে তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

বাগদানের সময়ও তাদের আংটি নজর এড়ায়নি। রাশমিকা পরবর্তীতে উল্লেখ করেছেন, তার সঙ্গী এমন কষ্ট দূর করেছেন যা তিনি নিজে সৃষ্টি করেননি।

২০১৭ সালের জুলাইয়ে রাশমিকার প্রথম বাগদান হয়েছিল রক্ষিত শেঠির সঙ্গে, যা এক বছর পরে ভেঙে যায়। সম্ভবত এ কারণে রাশমিকা প্রেম, বাগদান ও বিয়ের বিষয়ে খুব প্রকাশ্যে কথা বলেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়