শিরোনাম
◈ টাঙ্গাইলে সদ্য নিয়োগপ্রাপ্ত জিপির কার্যালয়ে তালা ঝুলিয়ে দিল বিক্ষুব্ধ আইনজীবীরা ◈ নোয়াখালীতে প্রধান শিক্ষকের সাথে সহকারী শিক্ষিকার আপত্তিকর ভিডিও ফাঁস ◈ কুমিল্লায় শিশুশ্রমের তদন্তে গিয়ে শ্রম পরিদর্শক অবরুদ্ধ, ফ্রি খাবারের অভিযোগে দ্বন্দ্ব ◈ ফরিদপুরে হাসপাতালের জলাবদ্ধতা নিরসনে সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ ◈ দীর্ঘ ২২ বছর পর হোসেনপুরে বিএনপির সম্মেলন, হট্টগোলের কারণে কমিটি স্থগিত ◈ টপ এন্ড টি-‌টো‌য়ে‌ন্টি ক্রিকে‌টে নর্দান টেরিটোরিকে হারা‌লো বাংলাদেশ এ' দল ◈ মহারাজের স্পিনে বেসামাল অস্ট্রেলিয়া, দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কা‌ছে ম‌্যাচ হার‌লো ৯৮ রানে  ◈ বিএনপি কর্মীকে হত্যাচেষ্টা: শেখ হাসিনাসহ ৯৮ জনের বিরুদ্ধে মামলা ◈ জুলাই শহিদ পরিবারের করা পদত্যাগ দাবি নিয়ে যা বললেন আসিফ নজরুল ◈ বড় সাইবার হামলার শঙ্কা নির্বাচনের আগে!

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৫, ০৬:৫২ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাঙব তবু মচকাব না : শ্রীলেখা

শ্রীলেখা মিত্র কখনোই কোনো বিষয়ে নিজের মতামত সুস্পষ্টভাবে তুলে ধরতে পিছপা হননি। কিছুদিন আগে অবসাদ থেকে ওজন বাড়ার সমস্যা, টলিউডের বর্তমান অবস্থাসহ একাধিক বিষয়ে নিজের মতামত জানিয়েছিলেন।

তাঁর ওজন বাড়ার নেপথ্যে আছে অবসাদ। হ্যাঁ, ঠিকই পড়লেন।

অভিনেত্রীর কথায়, ‘দীর্ঘ সময় কাজ না থাকলে নিজেকে মেনটেন করার তাগিদটা নষ্ট হয়ে যায়। দিনের পর দিন যখন ক্যামেরার সামনে দাঁড়াইনি, ঘর থেকে বেরোয়নি আমি তখন রাতে ঘুম আসত না। তখন অনলাইনে খাবার আনাতাম, মিষ্টি খেতাম। এভাবেই একদিন দেখলাম জিন্সটা আর ফিট করছে না।

আগে শরীরচর্চা, ডায়েট মানতাম। এখন আর সেই ড্রাইভটা পাই না।’

শ্রীলেখা মিত্র এদিন আরও জানান, ‘অবসাদের জন্য আমি ওষুধ খাই। বাড়ির কোনো কাজ করতে হয় না।

অবসাদ থেকেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণ ঘটিয়েছিলাম। টলিউডের তারকাদের নিয়ে নানা কথা বলেছিলাম। কিন্তু কেন বলেছিলাম কেউ বোঝেননি। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুটা আমায় ভীষণ নাড়া দিয়েছিল। আমায় লোক পার্টিতে, প্রিমিয়ারে ডাকা বন্ধ করে দিয়েছে।

আমার কথার ভুল মানে করেন। রাজনৈতিক মতাদর্শের জন্য আমায় ভাতে মারা হয়েছিল কার্যত। কিন্তু এ সবের জন্য আমি পরোয়া করি না।’
সম্প্রতি এই অভিনেত্রীকে আবার শরীরচর্চা করতে দেখা যাচ্ছে। সামাজিক মাধ্যমে শরীরচর্চার একাধিক ছবি ও ভিডিও পোস্ট করতে দেখা যাচ্ছে। সম্প্রতি একটি পোস্টে লিখেছেন, ভাঙব তবু মচকাব না।

এই পোস্টে তাকে শরীরচর্চার বেশকিছু ছবি পোস্ট করতে দেখা গেছে। যেখানে বেশ কষ্টের কসরত রয়েছে। অর্থাৎ শ্রীলেখা হয়তো দৃঢ়ভাবে শপথ নিয়েছেন যেভাবে হোক নিজেকে ফিট করবেন। যেকোনো ঝড় আসুক তার মনোবল আর ভাঙা সম্ভব হবে না।

নেটিজেনরা শ্রীলেখার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। ওই পোস্টে তারা অভিনেত্রীকে অনুপ্রেরণামূলক কথা বলেছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়