শিরোনাম
◈ শেখ হাসিনার মামলায় ট্রাইব্যুনালে ১২ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ ◈ চলতি সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে: ইসি সচিব ◈ সিলেটে পাথরকাণ্ড: ডিসির পর এবার ইউএনওকে বদলি ◈ যে তিন শর্তে পিতৃত্বকালীন ছুটি দিতে রাজি স্বাস্থ্য উপদেষ্টা ◈ ৫৫ বছরের রেকর্ড ৯৩৭ কোটি টাকা মুনাফা বিমানের ◈ ভারত কি বাণিজ্য যুদ্ধ সামাল দিতে পারবে? ◈ ১৮ বছর আগে বরখাস্ত ৮৫ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ, প্রজ্ঞাপন জারি ◈ ৪১ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ অনুমোদন, ফল প্রকাশ কাল ◈ চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎষ্পৃষ্ট মাকে বাঁচতে গিয়ে ছেলেও প্রাণ হারান ◈ কুমিল্লায় আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় দারোয়ানকে ছাদ থেকে ফেলে হত্যা

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৫, ০৬:০৬ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেগে গিয়ে সাংবাদিকদের উদ্দেশে যা বললেন জয়া বচ্চন (ভিডিও)

ব্যক্তিগত পরিসরে কেউ ঢুকে পড়লে প্রায়ই মেজাজ হারান বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের স্ত্রী, অভিনেত্রী জয়া বচ্চন। সম্প্রতি অন্তর্জালে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেল আবারও মেজাজ হারিয়েছেন তিনি।

ভিডিওতে দেখা যায়, সাদা সালোয়ার কামিজে সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন জয়া। সঙ্গে ছিলেন তার মেয়ে শ্বেতা বচ্চনও।

ভিডিওতে আরও দেখা যায়, পরিচিত কাছের মানুষদের সঙ্গে কথা বলছেন অভিনেত্রী। এমন সময় সাংবাদিকরা তার ছবি তুলতে সামনে এগিয়ে এলে রেগে যান তিনি। এরপর অনুষ্ঠান ছেড়ে বাড়ির উদ্দেশে যাওয়ার সময় আবারও একবার সাংবাদিকদের মুখোমুখি হন জয়া। তখন বিরক্তি প্রকাশ করে সাংবাদিকদের তিনি হিন্দিতে বলেন, চলিয়ে আপ লোক ভি সাথমে। আইয়ে, আজাইয়ে।

সাংবাদিকদের ওপর বিরক্তি প্রকাশ করে বেরিয়ে যান তিনি। এরপর এক মাঝবয়সী পরিচিতের হাত ধরে বেরিয়ে আসতে দেখা যায় বৃদ্ধ জয়াকে। তখনও একদল সাংবাদিক তার ভিডিও করতে থাকেন। এমন পরিস্থিতি দেখে জয়া বিরক্ত প্রকাশ করে পাশে থাকা পরিচিত লোকটিকে বাংলায় বলেন, এদের ডাকো কেন?

তিনি উত্তরে বলেন, আমি তাদের ডাকিনি। এর প্রতিউত্তরে বিরক্ত জয়া বলেন, ঝামেলা বাঁধায় সব।

অন্তর্জালে ভাইরাল এ ভিডিওটি ভালোভাবে নেননি নেটিজেনরা। একজন লেখেন, কীসের এত অহংকার? তিনি কাউকে মানুষ বলে ভাবেন না।

এক ভক্ত লেখেন, তার সিনেমা ভালো লাগতো। কিন্তু তিনি অহংকারে মানুষকে মানুষ ভাবেন না। অহংকার পতনের মূল।
 
আরেক ভক্ত বিরক্তি প্রকাশ করে লেখেন, দোষ তো সাংবাদিকদের। এর ছবি তুলতে যান কেন? এর এখন কোনো ভ্যালু নেই। মনে হয় তার গুপ্ত কোনো রোগ আছে!

প্রসঙ্গত, ৭৭ বছর বয়সী জয়া বচ্চন 'হোয়াট দ্য হেল নভ্যা?' পডকাস্টের পর্বে উপস্থিত হয়ে বিশেষ সাক্ষাৎকারে জানান, ব্যক্তি পরিসরে চলে আসা ব্যক্তিদের ঘৃণা করেন তিনি। ভীষণ রেগেও যান। এরজন্য ট্রলের শিকার হলেও বিচলিত হন না। কারণ কারো সমালোচনা জয়াকে কখনই প্রভাবিত করে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়