শিরোনাম
◈ অর্থ পাচার ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সজীব ওয়াজেদের নামে মামলা করছে দুদক ◈ নিরাপত্তা হুমকিতে থাকা সাক্ষীকে সুরক্ষা দিতে ট্রাইব্যুনালের নির্দেশ ◈ ভারতকে পাক সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র ◈ আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে: ইসি সচিব ◈ বিশ্বের শীর্ষ মুদ্রায় মুসলিম দেশগুলোর দাপট, প্রথম চারটি মধ্যপ্রাচ্যের ◈ গুলশানকাণ্ডে কোনো উপদেষ্টা জড়িত কিনা, স্পষ্ট হওয়া দরকার: সালাহউদ্দিন আহমদ ◈ অপুকে দিয়ে জোর করে চাঁদাবাজির স্বীকারোক্তির ভিডিও বানানো হয়েছে: দাবি অপুর স্ত্রীর (ভিডিও) ◈ 'যদি কেউ অবৈধভাবে প্রবেশ করে এবং তাকে আটক করা না হয় তাহলে সে সহজেই অদৃশ্য হয়ে যাবে' ◈ চাঁদাবাজিতে আমার সংশ্লিষ্টতা নেই, ৫ আগস্টের পর অপুর সাথে কথা হয়নি : আসিফ মাহমুদ (ভিডিও) ◈ উত্তরায় বিমান বিধ্বস্ত: দগ্ধ শিক্ষক মাহফুজার মৃত্যু

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৫, ০২:০৫ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘রুম বন্ধ করে পরিচালক অন্য কিছু করানোর চেষ্টা করছিলেন’

কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিয়ে আলোচনা প্রায়ই শোনা যায়, বিশেষ করে বিনোদন জগতে। যেখানে নানা অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। কখনো যৌন হেনস্তা, কখনো কাস্টিং কাউচ—এসব অভিজ্ঞতা নিয়ে অনেকেই মুখ খোলেন। এবার অভিনেত্রী জেসমিন ভাসিন নিজের ভয়াবহ কাস্টিং কাউচের অভিজ্ঞতা জানালেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জেসমিন জানান, ঘটনাটি ঘটেছিল মুম্বাইয়ের জুহুতে। একটি অভিনয়ের জন্য কথা বলতে তিনি সেখানে গিয়েছিলেন। গিয়ে দেখেন, হোটেলের লবিতে অনেক মেয়ে অডিশনের জন্য অপেক্ষা করছে। জেসমিনও তাদের সঙ্গে বসে পড়েন।

জেসমিন বলেন, ‘পরিচালকের কোনোভাবেই অভিনয় পছন্দ হচ্ছিল না। দৃশ্যটি ছিল প্রেমিক চলে যাচ্ছে, আর আমাকে তাকে আটকাতে হবে। কিন্তু হোটেলের রুম বন্ধ করে পরিচালক আমাকে অন্য কিছু করানোর চেষ্টা করছিলেন।’

তার কথায়, ‘তবে আমি কোনোভাবে সেখান থেকে পালিয়ে যাই।

সেদিনই সিদ্ধান্ত নিই, আর কোনোদিন কোনো হোটেলের রুমে অডিশন দিতে যাব না।’

মদ্যপ পরিচালককে দেখে ঘাবড়ে যান জেসমিন। তিনি অনুরোধ করেন, পরের দিন প্রস্তুতি নিয়ে এসে অভিনয় করে দেখানোর জন্য। কিন্তু পরিচালক রাজি হননি। বারবার অনুরোধের পরও পরিচালক জেসমিনকে বলেন, ‘আজই অভিনয় করে দেখাতে হবে।

জেসমিন জানান, তিনি অভিনয় করেন কিন্তু পরিচালকের তা পছন্দ হয়নি। তিনি আরও খোলামেলাভাবে অভিনয় করতে বলেন। এরমধ্যেই পরিচালক হঠাৎ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন এবং জেসমিনকে হুমকি দিতে থাকেন। কোনো রকমে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হন অভিনেত্রী।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়