শিরোনাম
◈ পাল্টা শুল্ক আরও কমার ইঙ্গিত দিলেন নিরাপত্তা উপদেষ্টা ◈ গার্ডিয়ানে টিউলিপের সাক্ষাৎকারের ‘ছয়টি উল্লেখযোগ্য বিষয়ে’ বার্গম্যানের অভিমত ◈ পদ্মা-মহানন্দার ভাঙনে হুমকিতে জনপদ, সরানো হচ্ছে নারায়ণপুর ইউপি ভবন, স্থায়ী বাঁধের দাবি ◈ ভাইরাল হওয়াই কাল হল ফুটপাতের সেই বুফে বিক্রেতার! (ভিডিও) ◈ ভাইসা আসি নাই, কথা বলার সময় মুখ সামলায় বলবা : আনোয়ার হোসেন মঞ্জু (ভিডিও) ◈ ফোন হারিয়ে রেলস্টেশনে বিদেশির কান্না ভাইরাল, অভিযোগ পায়নি পুলিশ (ভিডিও) ◈ ফেব্রুয়ারির নির্বাচনে সম্মতি, তবে পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে অটল জামায়াত ◈ রিজার্ভ এখন ৩০.২৫ বিলিয়ন ডলার ◈ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, গুরুত্ব পাবে যেসব বিষয় ◈ বাংলাদেশের মেয়েরা যেভা‌বে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূলপর্বে 

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৫, ০৫:৫৩ বিকাল
আপডেট : ১১ আগস্ট, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এটা শুধুই নীরবতা নয়, এটা অনেকটা আসন্ন ঝড়ের পূর্বে সুনসান নীরবতার মতো অবস্থা: শাকিব খান

ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা শাকিব খান প্রায় এক মাস হতে চলল যুক্তরাষ্ট্রে গেছেন। তিনি সেখানে যাওয়ার কিছু দিন পরই ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে আমেরিকায় উড়াল দেন অভিনেত্রী শবনম বুবলী। এরপর থেকেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে চলছে তাদের নিয়ে নেতিবাচক আলোচনা-সমালোচনা।

এর মধ্যেই ৭ আগস্ট রাতে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন শাকিব খান। সেখানে ভক্ত-অনুসারীদের একটি বার্তা দিয়ে অভিনেতা লিখেছেন— দিনগুলো পেরিয়ে যাচ্ছে কাজ, ভ্রমণ আর বড়পর্দা নিয়ে নতুন স্বপ্নে ঘেরা এক ঘূর্ণিপাকে। এর বিহাইন্ড দ্য সিনে চলছে নিরবচ্ছিন্ন ছুটে চলা, নতুন সিনেমার পরিকল্পনা থেকে শুরু করে আবারও সাহসী নতুন উদ্যোগ নেওয়া।

শাকিব বলেন, বিশ্বাস করুন— এটা শুধুই নীরবতা নয়, এটা অনেকটা আসন্ন ঝড়ের পূর্বে সুনসান নীরবতার মতো অবস্থা। তাই নতুন কিছু নিয়ে শিগগির ফিরে আসছি, যা হবে আগের চেয়ে আরও সাহসী, স্মরণীয় এবং আইকনিক। সবার জন্য ভালোবাসা রইল।

এদিকে চলতি মাসের শেষে দিকে দেশে ফেরার কথা রয়েছে অভিনেতার। সেপ্টেম্বর থেকে নির্মাতা সাকিব ফাহাদ পরিচালিত সিনেমার শুটিং করবেন বলে জানা গেছে। যেটি মুক্তির সম্ভাবনা রয়েছে আগামী ডিসেম্বরে। এরপর শাকিব শুরু করবেন আবু হায়াত মাহমুদ পরিচালিত আরও একটি সিনেমার শুটিং। সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী ঈদুল ফিতরে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়