শিরোনাম
◈ আ.লীগের নতুন পরিকল্পনা হাসিনাকে দেশে ফেরাতে, ঢাকায় প্রশিক্ষণ ◈ সাপুড়ের প্রাণ নেয়া সাপটিকে কাচা চিবিয়ে খেয়ে নিলো আরেক সাপুড়ে ◈ লুইস ‌দিয়াস লিভারপুল ছেড়ে দি‌লেন, চার বছরের চুক্তিতে ঢুক‌লেন বায়ার্নে মিউ‌নি‌খে ◈ রাষ্ট্র মেরামত ও সুশাসন প্রতিষ্ঠার সুযোগ কোনোভাবেই মিস করা যাবে না: আইন উপদেষ্টা  ◈ দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ ব্লগার অভিজিৎ রায় হত্যা: জামিন পেলেন সাজাপ্রাপ্ত আসামি ফারাবী ◈ প্রথম পর্বে ৬২ বিষয়ে ঐকমত্যে রাজনৈতিক দলগুলো, তালিকা প্রকাশ করলো কমিশন ◈ জামায়াত আমিরের হার্টে তিনটি ব্লক, বাইপাস সার্জারির সিদ্ধান্ত ◈ ছোট-খাটো বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুৃলোকে বিভেদ সৃষ্টি না করার’ আহ্বান ◈ পূর্বে ছিলো ৫টি সংসদীয় আসন: গাজীপুরের প্রস্তাবিত ৬টি সংসদীয় আসনের এলাকা

প্রকাশিত : ০৯ জুন, ২০২৫, ০৫:৫৮ বিকাল
আপডেট : ২৪ জুলাই, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বামীর সিদ্ধান্তের অপেক্ষা: অভিনেত্রী তানিন সুবহার লাইফ সাপোর্ট খুলে ফেলা হতে পারে যে কোনো সময়

অভিনেত্রী তানিন সুবহা গত ২ জুন অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেই থেকে তিনি এখনো লাইফ সাপোর্টে। এদিকে গতকাল (৮ জুন) সন্ধ্যায় তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। কিন্তু এখনো এ অভিনেত্রী লাইফ সাপোর্টে। তবে যে কোনো সময় তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হতে পারে- এমনটাই সুবহার পরিবারের পক্ষ থেকে জানা গেছে।

সুবহার হার্ট কিছুটা সক্রিয় থাকলেও ব্রেন কাজ করছে না বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। গতকাল বিকেলে চিকিৎসকরা তাকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করেন। কিন্তু সবাই এ অভিনেত্রীর স্বামীর অনুমতির অপেক্ষায়।

আজ (৯ জুন) সকালে সুবহার ছোট ভাই ইনজামুল রামিম গণমাধ্যমকে জানিয়েছেন, চিকিৎসকরা বলেন, ‘তাদের আর কিছুই করার নাই।’ সৃষ্টিকর্তা ছাড়া এখান থেকে আর ফেরানো সম্ভব নয়। চিকিৎসকরা লাইফ সাপোর্ট খুলে ফেলার কথা বলেছেন। তবে তার মা এ ব্যাপারে অনুমতি দেননি। সুবহার স্বামীর সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

তানিন সুবহা গত ২ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার বাসার কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন এ অভিনেত্রী। পরে সন্ধ্যায় আবার অসুস্থ হয়ে পড়েন। এরপর সঙ্গে সঙ্গে রাজধানীর বনশ্রীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয় সুবহাকে। অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসকরা উন্নত চিকিৎসার পরামর্শ দেন। এরপর তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। এখন সেখানেই লাইফ সাপোর্টে সুবহা।

দুই যুগ ধরে শোবিজে কাজ করছেন তানিন সুবহা। শুরুটা হয়েছিল বিজ্ঞাপন দিয়ে। এরপর নাম লেখান নাটক-সিনেমায়। ‘মাটির পরী’ সিনেমা দিয়ে বড়পর্দায় নাম লেখিয়ে বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন। বর্তমানে এই নায়িকার বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায়। উৎস: জাগোনিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়