শিরোনাম
◈ মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় রয়েছে হাসিনা সরকারের সাত মন্ত্রী এমপি’সহ আরো যারা আছেন ◈ বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল ◈ চীন-পাকিস্তানকে মাথায় রেখেই কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত? ◈ রেফারির গা‌য়ে বরফ ছুঁ‌ড়ে মারায় ৬ ম্যাচ নিষিদ্ধ হ‌লেন ‌রিয়াল ফুটবলার রুডিগার ◈ রাষ্ট্র সংস্কার প্রশ্নে সংলাপ: রাজনৈতিক দলগুলো কোন প্রস্তাবেই শতভাগ একমত হয়নি ◈ আর্সেনালের বিরু‌দ্ধে পিএস‌জির ক‌ষ্টের জয় ◈ ২০২৮ সাল থে‌কে ৯৪ ম্যাচের আইপিএল আয়োজনের পরিকল্পনা বি‌সি‌সআি‌ইর ◈ কোরবানির ঈদেই আসছে নতুন নোট, থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি ◈ বাংলাদেশে ভয়ংকর ফাঁদে তিন শ্রীলঙ্কান নাগরিক, যেভাবে অভিযান চালিয়ে উদ্ধার করেন পুলিশ ◈ ৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ভারতীয় আক্রমণের আশঙ্কা (ভিডিও)

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৫, ০২:৫৫ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মারধরের অভিযোগ গৃহকর্মীকে, যা বললেন পরীমণি

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণি আবারও শিরোনামে। এবার এক গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। গৃহকর্মী থানায় লিখিত অভিযোগ করেছেন, কিন্তু এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন পরীমণি। বিষয়টি নিয়ে একটি সংবাদমাধ্যমকে পরীমণি জানান, অভিযুক্ত তরুণী তার গৃহকর্মী নন। বরং অসহায়ত্বের কথা বলে তার বাসায় চাকরির জন্য এসেছিলেন। তবে কাজের সক্ষমতা না থাকায় এক মাস পর তাকে বেতন-বোনাসসহ বিদায় দেয়া হয়।

পরীমণি বলেন, মেয়েটা চাকরির জন্য এসেছিল। খুব কান্নাকাটি করল। বলল, ‘বের করে দিয়েন না, যে কোনো কাজ করে দেব, আমার কেউ নেই, বাচ্চা নিয়ে না খেয়ে আছি।’ আমার দয়া হলো। কিন্তু সে ছিল প্রতিবন্ধী।

তিনি আরও বলেন, ওর কাজ করার সক্ষমতা ছিল না। তবু আমি বললাম, কাজ করতে হবে না, আমার বাচ্চাদের সঙ্গে খেলবে। কিন্তু সে বারবার টাকা চাইত। অবশেষে ১ মাসের বেতন, ২০ হাজার টাকা, ঈদের বোনাস, নতুন কাপড় দিয়ে বিদায় জানাই। অথচ এখন ব্ল্যাকমেইল করছে। 

পরীমণি দাবি করেন, এই ঘটনার পেছনে ষড়যন্ত্র থাকতে পারে। তিনি বলেন, সে খুব স্মার্ট, নিশ্চয়ই এর পেছনে কেউ আছে। কারা তাকে আমার বাসায় পাঠিয়েছে, কাকে ফোন করত, কাকে ছবি পাঠাতো—এসব তদন্ত করলেই সব বেরিয়ে আসবে। আমি ঢাকায় বহু বছর ধরে আছি, আমার কোনো গৃহকর্মী বা গাড়িচালকের পক্ষ থেকে অভিযোগ ওঠেনি। 

অন্যদিকে, ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, চিত্রনায়িকা পরীমণির বাসার এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ওই গৃহকর্মী থানায় অভিযোগ করেছেন। আমরা বিষয়টা তদন্ত করে দেখছি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়