শিরোনাম
◈ মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় রয়েছে হাসিনা সরকারের সাত মন্ত্রী এমপি’সহ আরো যারা আছেন ◈ বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল ◈ চীন-পাকিস্তানকে মাথায় রেখেই কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত? ◈ রেফারির গা‌য়ে বরফ ছুঁ‌ড়ে মারায় ৬ ম্যাচ নিষিদ্ধ হ‌লেন ‌রিয়াল ফুটবলার রুডিগার ◈ রাষ্ট্র সংস্কার প্রশ্নে সংলাপ: রাজনৈতিক দলগুলো কোন প্রস্তাবেই শতভাগ একমত হয়নি ◈ আর্সেনালের বিরু‌দ্ধে পিএস‌জির ক‌ষ্টের জয় ◈ ২০২৮ সাল থে‌কে ৯৪ ম্যাচের আইপিএল আয়োজনের পরিকল্পনা বি‌সি‌সআি‌ইর ◈ কোরবানির ঈদেই আসছে নতুন নোট, থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি ◈ বাংলাদেশে ভয়ংকর ফাঁদে তিন শ্রীলঙ্কান নাগরিক, যেভাবে অভিযান চালিয়ে উদ্ধার করেন পুলিশ ◈ ৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ভারতীয় আক্রমণের আশঙ্কা (ভিডিও)

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৫, ০৪:৫৯ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সবটাই মনগড়া গল্প’, সাইফ-কাণ্ডে মুখ খুললেন বাংলাদেশি সেই শরীফুল

বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া শরীফুল ইসলাম জামিনের আবেদন করেছেন। মুম্বাই পুলিশের তদন্তে উঠে এসেছে, তিনি বাংলাদেশের বাসিন্দা এবং বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশ করেছিলেন।

শুক্রবার (২৮ মার্চ) আদালতে জামিনের আবেদন জমা দেন শরীফুল। আগামী ১ এপ্রিল শুনানি হবে। আবেদনে তিনি দাবি করেছেন, তিনি কোনো অপরাধ করেননি। তার বিরুদ্ধে করা মামলা ‘পুরোপুরি মনগড়া কল্পনা’। আদালতের নির্দেশ মেনে চলার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

শরীফুলের আইনজীবী অজয় গাওয়ালি বলেন, ‘সাক্ষী ও প্রমাণ থাকা সত্ত্বেও অভিযুক্ত যদি নিজের দোষ স্বীকার না করেন, তাহলে কিছু প্রশ্ন থেকেই যায়।’ তিনি জানান, এই মামলার তদন্ত প্রায় শেষ, শুধু চার্জশিট তৈরি করা বাকি।

কী ঘটেছিল সেদিন? : গত ১৬ জানুয়ারি মধ্যরাতে সাইফ আলি খানের বাড়িতে প্রবেশ করেছিলেন শরীফুল ইসলাম। চুরির উদ্দেশ্যে তিনি সেখানে ঢোকেন বলে অভিযোগ। প্রথমেই তিনি নাকি ঢুকেছিলেন সাইফ ও কারিনা কাপুরের ছোট ছেলে জেহ-র ঘরে।

জেহ-র ন্যানি শরীফুলকে দেখে ফেলেন এবং চিৎকার করেন। আতঙ্কে কোনোভাবে পালিয়ে যায় জেহ। চিৎকার শুনে ছুটে আসেন সাইফ।

সাইফ বাধা দিতে গেলে ঘটে দুর্ঘটনা। ছয়বার ছুরিকাঘাত করা হয় তাকে। গুরুতর আহত অবস্থায় তাকে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অস্ত্রোপচার করে তার পিঠ থেকে ছুরির একটি টুকরো বের করা হয়। পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর হাসপাতাল থেকে ছাড়া পান সাইফ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়