শিরোনাম
◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের ◈ এ‌শিয়া কা‌পে ওমানকে হারা‌লো আরব আমিরাত ◈ বাংলাদেশ দলের বিরু‌দ্ধে আমা‌দের চ্যালঞ্জ নি‌য়ে খেল‌তে হ‌বে: আফগানিস্তান কোচ ◈ বাংলাদেশি পাসপোর্ট সহ টিউলিপের ট্যাক্স ফাইলের খোঁজ পেয়েছে এনবিআর ◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৫, ০১:৪৯ রাত
আপডেট : ০৩ মে, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাইফ আলীকে হাসপাতালে নেওয়া সেই অটোচালক পুরস্কার পেলেন যত টাকা

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিনেতা সাইফ আলী খানকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। হামলার পর গুরুতর জখম অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়াটা ছিল খানিক সমস্যার। তাই তড়িঘড়ি কোনোরকম এক অটোচালককে ডেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেতাকে। এবার নিজের কৃতকর্মের জন্য পুরস্কার পেলেন সেই অটোচালক।

ভারতীয় গণমাধ্যমে ভজন সিং নামে ওই অটোচালক বলেন, ওই রাতে এক মহিলা আমার অটো থামায়। পরে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে দেখতে পেয়ে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। সাইফের চোট এতটাই গুরুতর ছিল যে, কিছুতেই রক্তক্ষরণ বন্ধ হচ্ছিল না।

ওই অবস্থায় কাউকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরিবারের থেকে কোনো টাকাও নেননি ভজন সিং। এমনকি সেই রাতে এমন সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার পরেও তার সঙ্গে কোনো যোগাযোগই করেননি কারিনা কাপুর বা তার পরিবারের সদস্যরা।

জানা গেছে, এই সাহসী কাজের জন্য অটোচালক ভজন সিংকে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে। তবে সেটা খান বা কাপুর পরিবারের তরফ থেকে নয়। বরং একটি সংস্থা থেকে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে ভজনকে।

ওই সংস্থার পক্ষ থেকে অটোচালককে প্রায় ১১ হাজার রুপি নগদ পুরস্কার দেওয়া হয়েছে। কারণ সাইফকে হাসপাতালে নিয়ে যেতে আর একটু দেরি হলে অবস্থা খারাপ কিছুও হতে পারত বলেও মনে করছেন অনেকেই।

প্রসঙ্গত, গেল ১৫ জানুয়ারি গভীর রাতে সাইফ আলীর ওপর হামলা করা হয়। ছুরি দিয়ে ছয়বার কোপানো হয় অভিনেতাকে। হাসপাতালে তার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন শঙ্কামুক্ত তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়