শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ০৬ জুন, ২০২৩, ১২:১৭ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৩, ১২:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রচার প্রচারণায় মুখর সিলেট নগরী

সুবর্ণা হামিদ: আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ব্যানার, পোস্টারে সয়লাম নগরীর প্রতিটি এলাকা।পাড়া-মহল্লার অলিগলিতেও লাগানো হয়েছে নানা রকম মার্কা দেয়া ব্যানার,পোস্টার। 

বিভিন্ন রকম প্রচারণায় মুখরিত নগরীর প্রতিটি জায়গায়। সকাল থেকে প্রার্থীরা লিফলেট হাতে নিয়ে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটের প্রচারে ইতোমধ্যে জমে উঠেছে সিলেট নগরী। প্রতীক পাওয়ার পর পুরোদমে নির্বাচনের মাঠে নেমেছেন প্রার্থী ও কর্মী-সমর্থকরা। চলছে মিছিল-মিটিং, মাইকিং ও পথসভা। ব্যানার-ফেস্টুন ছেয়ে গেছে নগরী। মাইকিংয়ে এখন সরগম হয়ে উঠেছে পাড়া মহল্লা।দিনভর চলছে প্রার্থীদের ক্লান্তিহীন প্রচারণা।

নির্বাচনে মেয়র পদে লড়ছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত  নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল (লাঙ্গল), ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাহমুদুল হাসান (হাতপাখা), জাকের পার্টির জহিরুল আলম (গোলাপ ফুল), স্বতন্ত্র মেয়র প্রার্থী মোহাম্মদ আবদুল হানিফ (ঘোড়া), মো. শাহ জাহান মিয়া (বাস গাড়ি) এবং ছালাহ উদ্দিন রিমন (ক্রিকেট ব্যাট)।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে, সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে চূড়ান্ত লড়াইয়ে মোট ৭ জন মেয়র এবং ৩৭২ জন কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন।

৪২টি ওয়ার্ডে মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ৬০৫ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৫৩ হাজার ৭৬৩ ও নারী ২ লাখ ৩২ হাজার ৮৪২ জন। মোট কেন্দ্র ১৯০টি এবং ভোটকক্ষ ১ হাজার ৩৬৪টি। ২০০২ সালে সিলেট সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হওয়ার পর সিলেটের সকল ওয়ার্ডে এবারই প্রথম হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়