জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর: [২] লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইমরান খানকে দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
[৩] তার পরিবর্তে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাসকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে কি কারণে নির্বাচন কমিশন এই আদেশ দিয়েছে সে ব্যাপারে কিছুই জানা যায়নি।
[৪] মঙ্গলবার (১৪ মে) নির্বাচন সচিবালয়ের উপ-সচিব মো: আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ দেয়া হয়। পত্র সুত্রে জানা যায়, রায়পুর উপজেলা পরিষদ নির্বাচনে সহকারি রিটার্নিং অফিসার ইমরান খানকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। একই আদেশে নতুন সহকারি রিটার্নিং কর্মকর্তা হিসেবে সুচিত্র রঞ্জন দাসকে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন।
[৫] অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা প্রিয়াঙ্কা দত্ত বলেন, এক আদেশে সহকারী রিটার্নিং কর্মকর্তাকে পরিবর্তন করে নতুন অফিসার দেয়া হয়েছে। তবে, কি কারণে এ আদেশ দেয়া হয়েছে, তা তিনিও জানেন না বলে জানান।
[৬] প্রশাসনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এক চেয়ারম্যান প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এই আদেশ দিয়েছে।
আগামী ২১ মে ষষ্ঠ উপজেলা পরিষদের ২য় ধাপে রায়পুর উপজেলা পরিষদের নির্বাচন হবে। সম্পাদনা: এ আর শাকিল
প্রতিনিধি/এআরএস
আপনার মতামত লিখুন :