শিরোনাম
◈ আরব-মুসলিমপ্রধান দেশগুলোর ইসরায়েলের বিরুদ্ধে আকাশপথ অবরোধে ভয়াবহ অর্থনৈতিক মন্দার আশঙ্কা ◈ অনলাইন জুয়ার শাস্তি বিষয়ে যা জানালো তথ্য মন্ত্রণালয় ◈ বাংলাদেশে নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার ◈ এক বছরে প্রত্যাশিত অগ্রগতি হয়নি: নাহিদ ইসলাম ◈ কুমিল্লার হোমনায় মাজারে অগ্নিসংযোগ: অজ্ঞাত ২২শ জনের বিরুদ্ধে মামলা, এলাকায় থমথমে পরিস্থিতি ◈ ৩৫ বছর পর চাকসু নির্বাচন: ২৩২ পদে লড়বেন ৯৩১ প্রার্থী ◈ মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে নেপালের চিকিৎসক বললেন ‘রোগীদের ছেড়ে যাব না’! ◈ ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ আইসিসি উ‌ত্তে‌জিত, পা‌কিস্তান ক্রিকেট দল কড়া শাস্তির মুখে পড়তে পা‌রে ◈ নি'ষিদ্ধ দলের লোককে বাসা ভাড়া না দিতে পুলিশের মাইকিং! (ভিডিও)

প্রকাশিত : ১৪ মে, ২০২৪, ০৭:৪৩ বিকাল
আপডেট : ১৪ মে, ২০২৪, ০৭:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রায়পুরে সহকারী রিটার্নিং কর্মকর্তাকে অব্যাহতি

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর: [২] লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইমরান খানকে দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

[৩] তার পরিবর্তে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাসকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে কি কারণে নির্বাচন কমিশন এই আদেশ দিয়েছে সে ব্যাপারে কিছুই জানা যায়নি।

[৪] মঙ্গলবার (১৪ মে) নির্বাচন সচিবালয়ের উপ-সচিব মো: আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ দেয়া হয়। পত্র সুত্রে জানা যায়, রায়পুর উপজেলা পরিষদ নির্বাচনে সহকারি রিটার্নিং অফিসার ইমরান খানকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। একই আদেশে নতুন সহকারি রিটার্নিং কর্মকর্তা হিসেবে সুচিত্র রঞ্জন দাসকে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন।

[৫] অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা প্রিয়াঙ্কা দত্ত বলেন, এক আদেশে সহকারী রিটার্নিং কর্মকর্তাকে পরিবর্তন করে নতুন অফিসার দেয়া হয়েছে। তবে, কি কারণে এ আদেশ দেয়া হয়েছে, তা তিনিও জানেন না বলে জানান।

[৬] প্রশাসনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এক চেয়ারম্যান প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এই আদেশ দিয়েছে।
আগামী ২১ মে ষষ্ঠ উপজেলা পরিষদের ২য় ধাপে রায়পুর উপজেলা পরিষদের নির্বাচন হবে। সম্পাদনা: এ আর শাকিল 

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়