খালিদ আহমেদ: এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ৫০টি প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। গত বছর এই পরীক্ষায় ৫টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল করেছিল। সেই হিসাবে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৪৫টি।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বুধবার এক সংবাদ সম্মেলনে উচ্চমাধ্যমিকের ফলাফলের বিস্তারিত তুলে ধরেন। তার আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন তিনি।
এবার ঢাকা বোর্ডের ৮টি, রাজশাহীর ৯টি, কুমিল্লার ৫টি, যশোরের ৬টি, দিনাজপুরের ১৩টি, ময়মনসিংহের ৩টি, মাদ্রাসা বোর্ডের ৪টি এবং কারিগরি বোর্ডের ২টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল করেছে।
চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বোর্ডে শতভাগ ফেল করা কোনো প্রতিষ্ঠান নেই।
কেএ/এনএইচ