রাশিদ রিয়াজ: আগামী মে মাসে অনুষ্ঠিত হবে ৩৪তম তেহরান আন্তর্জাতিক বইমেলা । এই মেলার বিদেশি প্রকাশনা বিভাগে অংশগ্রহনের জন্য নির্ধারিত কিছু হল রয়েছে, যেখানে অন্যান্য দেশের প্রকাশকরা বা ইরানে তাদের অনুমোদিত প্রতিনিধিরা অংশ নেবেন এবংএই নির্দেশনা ফর্মে বর্ণিত অনুচ্ছেদ সমূহ অনুযায়ী তাদের বই প্রদর্শন ও বিক্রয় কর্মকাণ্ড পরিচালনা করবেন।