শিরোনাম
◈ দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান  ◈ এনবিআর ভেঙে হলো দুই বিভাগ, অধ্যাদেশ জারি ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে না: অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার ◈ যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প ◈ ৫৪ বছরের সবচেয়ে বড় দুই অর্জন ৭১ আর ২৪: তারেক রহমান ◈ সামাজিক যোগাযোগমাধ্যমে কেন ভয়ংকর ট্রলের শিকার হচ্ছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো, কিন্তু লড়াই এখনো বাকি: উপদেষ্টা মো. মাহফুজ আলম ◈ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, জানালো নির্বাচন কমিশন ◈ এখন সবাই জেনে গেছে আমাদের মা-বোনের সিঁদুর মুছে ফেলার ফল কি: নরেন্দ্র মোদি (ভিডিও)

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৩, ১০:২৫ রাত
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২৩, ১০:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জবি শিক্ষককে হত্যার হুমকির প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন 

জবি প্রতিনিধি: ডাকযোগে বেনামে এক চিঠির মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিল্টন বিশ্বাসকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার ও ভাষা শহীদ রফিক ভবনের সামনে মানববন্ধন করেন অর্ধ শতাধিক শিক্ষার্থী। 

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, দেশে যারা মুক্তমনা ও প্রগতিশীলতার চর্চা করছে তাদেরকে এভাবে হুমকি দেওয়া হচ্ছে। অবিলম্বে এর সুষ্ঠু তদন্ত করে ঘটনার সুরাহা করতে হবে। এসময় শিক্ষককে নিরাপত্তা প্রদানের দাবি জানান শিক্ষার্থীরা। 

মানববন্ধনে অংশ নেয়া বাংলা বিভাগ ছাত্রলীগের সভাপতি তুষার মাহমুদ বলেন, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে হত্যার হুমকির সাথে সাথে দেশরত্ন শেখ হাসিনা'কে নিয়ে যে বা যারা কটুক্তি করেছে তাদের ছাড় দেওয়া হবে না৷ তালেবান-পাকিস্তান এজেন্ডা বাস্তবায়ন করতে দেশের কিছু মানুষ এমন কাজ করছে। এ সন্ত্রাস-জঙ্গি বাহিনীকে নির্মূল করতে ছাত্র সমাজকে সজাগ থাকতে৷ এ ঘটনায় আমরা বাংলা বিভাগ ছাত্রলীগ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবী জানাচ্ছি।

বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সামি মাহমুদ বলেন, এ ধরনের কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের অনতিবিলম্বে খুঁজে বের করে দেশের প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানাচ্ছি। এবং আমাদের শিক্ষক নিরাপত্তার জন্য প্রশাসনের উদ্যোগের প্রত্যাশা করছি।

প্রসঙ্গত, গত ২৯ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিল্টন বিশ্বাসাকে হত্যার হুমকি দিয়ে এবং বর্তমান সরকারের বিভিন্ন সমালোচনা করে বেনামে একটি চিঠি পাঠানো হয়। এর আগেও ২০১৪ সালে বর্তমান সরকারের উন্নয়ন নিয়ে কলাম লেখার কারণে এই শিক্ষককে হত্যার হুমকি দেওয়া হয়েছিল।

প্রতিনিধি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়