শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২২, ০২:৪৪ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২২, ০২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবরারের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ. আবেগঘন স্ট্যাটাস ফাইয়াজের

আবরার ফাহাদ

আল আমিন ও ফয়সাল চৌধুরী, (কুষ্টিয়া) : বুয়েটের শিক্ষার্থী নিহত আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরে বাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে বুয়েট ছাত্রলীগের একদল নেতাকর্মী। ৬ অক্টোবর দিবাগত রাতে আবরারকে তার কক্ষ থেকে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। তারা ২০১১ নম্বর কক্ষে নিয়ে গিয়ে আবরারকে পিটিয়ে হত্যা করেন।

পরে রাত ৩টার দিকে শেরে বাংলা হলের সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি দেশে-বিদেশে চরম আলোচিত হয়।

এ ঘটনার পরদিন রাজধানীর চকবাজার থানায় আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

মামলায় গত ৮ ডিসেম্বর বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবনের আদেশ দেন আদালত।

আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তার ছোট ভাই আবরার ফাইয়াজ। স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

আজ ৭ ই অক্টোবর ২০২২। ভাইয়াকে মেরে ফেলার ৩ বছর পূর্ণ হল। ২০১৯ সালের ৬ অক্টোবর সকাল ১০ টায় বাসে করে ভাইয়া কুষ্টিয়া থেকে ঢাকায় যায়। বিকাল পাঁচটার দিকে পৌঁছানোর পর ভাইয়া একটু ঘুমাতে যায়। রাত ৮টায় ভাইকে ডেকে নিয়ে যায় তারই কিছু বন্ধু। রাত ১০টা পর্যন্ত নানান প্রশ্নে করার পরেই শুরু করে পালাক্রমে পিটানো। এরপর রাত ২-৩টার দিকে মারা যায়।

৩ বছর অনেক লম্বা একটা সময়। গত বছরের ৮ ডিসেম্বর রায়ও হয়েছে। আসামিরা আপিলও করেছে। তবে গত ১০ মাসে আর কোনো অগ্রগতি হয়েছে বলে মনে হয়নি। কিন্তু আমাদের আশা অন্য সব বিচারের মত ভাইয়ার হত্যার বিচারের জন্য যেন অত বেশি সময় অপেক্ষা করতে না হয়।  

অক্টোবর আসলেই পিছনের সময়ের কথা মনে হয়। গত বছর অক্টোবরে দাদিও মারা যায়। প্রায় প্রতিটা কথাতেই আম্মু ভাইয়ের কথা মনে করেন। এখনো প্রায়ই কাঁদতে থাকেন। 

গত ৩ বছরের যতজনের সঙ্গে দেখা হয়েছে, প্রত্যেকের কাছেই ভাইয়ার জন্য দোয়া চেয়েছেন আম্মু। আব্বু - আম্মু দুজনেই বেশ অসুস্থ হয়ে গেছে। রাতে মাঝেমাঝেই আম্মু বলে ওঠে যে, এই সময়ে আমার ছেলেকে কত মেরেছিল,ও কতই চিৎকার করেছে।

আশপাশে কুকুরগুলো পর্যন্ত ছোটাছুটি করছিল তাও ঐ পশুদের মনে দয়া হয়নি।

কিছুদিন পরেই হয়তো আমাদের ক্লাস শুরু হবে। সত্যি বলতে আমি নিজেও জানি না তখন কি পরিস্থিতির মধ্যে পড়তে হবে। যেই স্বপ্নের সৃষ্টি ভাইয়ার হাত ধরে, সেখানে ভাইয়াই নেই এখন।

মাঝে মাঝে মনে হয় ভাইয়াকে যদি গত কয়েকবছর কি কি ঘটেছে জানাতে পারতাম, তাহলে ওর অনুভূতিটা কেমন হতো!  আমাদের কাছে ভাইয়ার ভাইয়ার যে শূন্যতা সেটা যেন ক্রমেই বাড়ছে।

তবে এতো কিছুর মধ্যে ভালো লাগার জায়গা এইটাই, ৩ বছর হয়ে গেল ভাইয়াকে অনেকে এখনও ভুলেনি।  হয়ত আরও বহু দিন মনে রাখবে আর দোয়া করবে।'

উল্লেখ্য, এই ঘটনার পরদিন রাজধানীর চকবাজার থানায় আবরারের বাবা বরকত উল্লাহ  বাদী হয়ে ১৯ জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলায় গত ৮ ডিসেম্বর ২০২১ বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন আদেশ দেন আদালত। এ এইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়