শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র-চীনের কূটনৈতিক লড়াই বাংলাদেশে কতটা প্রভাব ফেলবে? ◈ বিদেশে কর্মসংস্থান ও শিক্ষায় বাধায় বিপর্যস্ত প্রবাসী বাংলাদেশি ◈ দিল্লি থেকে অডিও বার্তায় বাংলাদেশ রাজনীতি নিয়ে বিস্ফোরক বক্তব্য শেখ হাসিনার ◈ হাসিনা আপার কর্মী-সমর্থকদের বিপদে ফেলে রেখে গেছেন, আমরা তাদের পাশে আছি : মির্জা ফখরুল ◈ অনূর্ধ্ব ১৯ বিশ্বকা‌পে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ ◈ আইসিজেতে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের দাবি নাকচ বাংলাদেশের ◈ বিসিবির আপিল বাতিল, কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছেন জয় শাহ ◈ পোস্টাল ব্যালট সংরক্ষণে নির্দেশনা জারি ইসির ◈ চট্টগ্রাম রয়্যালস‌কে হা‌রি‌য়ে বি‌পিএ‌লে নতুন চ্যাম্পিয়ন রাজশাহী    ◈ ৭ কলেজের প্রশ্ন ফাঁসের অভিযোগ: ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৪, ০৪:২৮ দুপুর
আপডেট : ১০ মে, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবি ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, নেতৃত্বে আছেন যারা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি ও সেক্রেটারির আত্মপ্রকাশের পর এবার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে।

বুধবার (২ অক্টোবর) দুপুরে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম তার ফেসবুক পেজে ১৪ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের একটি তালিকা দিয়েছেন।

কমিটিতে সাদেক কায়েমকে সভাপতি, এস এম ফরহাদকে সাধারণ সম্পাদক, মহিউদ্দিন খানকে সাংগঠনিক সম্পাদক এবং হোসাইন আহমাদ জুবায়েরকে প্রচার ও মিডিয়া সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- মো. মাজহারুল ইসলাম ছাত্র আন্দোলন ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক, ইমরান হোসাইন অফিস সম্পাদক, আলাউদ্দিন আবিদ বায়তুল মাল সম্পাদক, হামিদুর রশিদ জামিল দাওয়াহ ও ছাত্রকল্যাণ সম্পাদক, নুরুল ইসলাম নূর সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক, মো. ইকবাল হায়দার বিজ্ঞান ও ক্রীড়া সম্পাদক, মো. আনিছ মাহমুদ ছাকিব শিক্ষা ও গবেষণা সম্পাদক, রিয়াজুল মিয়া আইন ও মানবাধিকার সম্পাদক, হাসান মোহাম্মদ ইয়াসির ব্যবসায় শিক্ষা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, আব্দুল্লাহ আল আমিন স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পটপরিবর্তন হয় বাংলাদেশের বিভিন্ন স্তরে। দীর্ঘদিন ছাত্রলীগের নির্যাতন ও বিভিন্ন ছাত্র সংগঠনের চাপের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে রাজনীতি করতে পারেনি ইসলামী ছাত্রশিবির। 

শেখ হাসিনার পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি সাদিক কায়েম প্রকাশ্যে আসার পর সেক্রেটারি ৯ দফার পরিকল্পনাকারী এস এম ফরহাদকে পরিচয় করিয়ে দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। এর পর থেকে বিভিন্ন ছাত্র সংগঠন থেকে দাবি উঠে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের। এবার সেই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করল ঢাবি শাখা ছাত্রশিবির।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়