শিরোনাম
◈ অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করলো বিসিবি ◈ ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা, ৫০ আসন ফাঁকা রেখেই সমঝোতা ১০ দলের! ◈ বিপিএলের ম্যাচ দেখতে না পারায় মিরপুর স্টেডিয়ামের বাইরে বিক্ষুব্ধ জনতার ভাংচুর (ভিডিও) ◈ দাবি আদায়ে বারবার সড়ক অবরোধের প্রবণতা, দায় কার? ◈ রাস্তায় দাঁড়িয়ে নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের কথা শুনলেন তারেক রহমান ◈ শহীদ হাদি হত্যা মামলায় নতুন মোড়, পুনঃতদন্তের নির্দেশ ◈ জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায়মুক্তি নির্ধারণ আইন অনুমোদন  ◈ জামায়াত জোট থেকে বেরিয়ে যাচ্ছে কিনা, জানালো ইসলামী আন্দোলন ◈ দেশের ভেতরে পোস্টাল ব্যালটে প্রতীকের সঙ্গে প্রার্থীর নাম চায় বিএনপি ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে আজ প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ করবেন তারেক রহমানের

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০২:৪২ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ০২:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাম কমছে না ডিমের, ডজন ১৪৫-১৩৫

ডিম

লামিন শিবলী : রাজধানী বাজারগুলোতে সপ্তাহখানেক ধরে ব্রয়লার মুরগির ডিম বাড়তি দামে বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে মুরগির মাংস এবং সবজিও চড়া দামে বিক্রি হচ্ছে। বাজারে সবচেয়ে বেশি চাহিদা থাকা লাল ডিমের ডজন ১৪৫, সাদা ডিমের ডজন ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে দেশি মুরগীর ডিম বিক্রি হচ্ছে ১৮০ টাকা ডজন। প্রতি ডজন হাঁসের ডিম ১৮০ টাকা।

শুক্রবার রাজধানী মোহাম্মদপুর শিয়া মসজিদ কাঁচাবাজারের বাজার করতে এসেছেন চাঁদ উদ্যানের আবদুর রহমান। তিনি বলেন, বর্তমানে বাজারে আসলে মাথা ঘুরে মালামালের দাম শুনলে। বাজারে এমন কিছু নেই যার দাম বাড়েনি। দামের কারণে যারা মাছ, মাংস কিনে খেতে পারছি না। সবজি, ডিম, ডাল খেয়ে কোনরকম বেঁচে আছি। সেই ডিমের দামও এখন বাড়তি।

আবদুর রহমান বলেন, বাজারে এখন প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৪৫ বা ১৩০ টাকায়। এক হালি ডিম কিনতে হচ্ছে ৪৬ বা ৪৮ টাকায়। অর্থাৎ একটি ডিম ১২ টাকা কিনতে হচ্ছে।

ডিম বিক্রেতা মো. রাসেল জানান, খুচরা বাজারে লাল ডিম ১৪৫ আর সাদা ডিম ১৩৫ টাকা ডজন বিক্রি হচ্ছে। মূলত মুরগির খাবারের দাম বেড়ে যাওয়ায় খামারিদের খরচ বেড়েছে। এছাড়া জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচ আগের চেয়ে অনেক বেশি। তাছাড়া গত সপ্তাহে বৃষ্টি হওয়ার কারণেও ডিমের সরবরাহ কম ছিল। তাই দাম বেড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়