শিরোনাম
◈ ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া ◈ নির্বাচনী মাঠ ছাড়ছেন বিদ্রোহীরা, স্বস্তিতে বিএনপি-জোট ◈ মহাকাশ অভিযানে বড় ধাক্কা, যান্ত্রিক ত্রুটিতে ১৬ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ হারাল ভারত ◈ ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’—মুসাব্বির হত্যা মামলায় বিস্মিত আদালত ◈ ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে যাওয়া নিয়ে বাক-বিতন্ডা, সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত ◈ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ ◈ নির্বাচনের আগে ঘুরে দাঁড়ালো অর্থনীতি, প্রশংসিত ড. ইউনূসের নেতৃত্ব ◈ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে ক্ষমতায় টিকে থাকার মাস্টারপ্ল্যান ছিল: তদন্ত কমিটির প্রতিবেদনে বিচারপতি শামীম ◈ বা‌র্সেলেনার কা‌ছে শি‌রোপা হারা‌নোর পর সুপার কাপকে কম গুরুত্বপূর্ণ বললেন রিয়াল মা‌দ্রিদ কোচ ◈ প্রাক-নির্বাচনী জরিপে জামায়াতের চেয়ে ১.১% এগিয়ে বিএনপি

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০২:৪২ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ০২:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাম কমছে না ডিমের, ডজন ১৪৫-১৩৫

ডিম

লামিন শিবলী : রাজধানী বাজারগুলোতে সপ্তাহখানেক ধরে ব্রয়লার মুরগির ডিম বাড়তি দামে বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে মুরগির মাংস এবং সবজিও চড়া দামে বিক্রি হচ্ছে। বাজারে সবচেয়ে বেশি চাহিদা থাকা লাল ডিমের ডজন ১৪৫, সাদা ডিমের ডজন ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে দেশি মুরগীর ডিম বিক্রি হচ্ছে ১৮০ টাকা ডজন। প্রতি ডজন হাঁসের ডিম ১৮০ টাকা।

শুক্রবার রাজধানী মোহাম্মদপুর শিয়া মসজিদ কাঁচাবাজারের বাজার করতে এসেছেন চাঁদ উদ্যানের আবদুর রহমান। তিনি বলেন, বর্তমানে বাজারে আসলে মাথা ঘুরে মালামালের দাম শুনলে। বাজারে এমন কিছু নেই যার দাম বাড়েনি। দামের কারণে যারা মাছ, মাংস কিনে খেতে পারছি না। সবজি, ডিম, ডাল খেয়ে কোনরকম বেঁচে আছি। সেই ডিমের দামও এখন বাড়তি।

আবদুর রহমান বলেন, বাজারে এখন প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৪৫ বা ১৩০ টাকায়। এক হালি ডিম কিনতে হচ্ছে ৪৬ বা ৪৮ টাকায়। অর্থাৎ একটি ডিম ১২ টাকা কিনতে হচ্ছে।

ডিম বিক্রেতা মো. রাসেল জানান, খুচরা বাজারে লাল ডিম ১৪৫ আর সাদা ডিম ১৩৫ টাকা ডজন বিক্রি হচ্ছে। মূলত মুরগির খাবারের দাম বেড়ে যাওয়ায় খামারিদের খরচ বেড়েছে। এছাড়া জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচ আগের চেয়ে অনেক বেশি। তাছাড়া গত সপ্তাহে বৃষ্টি হওয়ার কারণেও ডিমের সরবরাহ কম ছিল। তাই দাম বেড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়