শিরোনাম
◈ কলকাতায় ভাঙচুরের ঘটনায় লিওনেল মেসি দায়ী: সু‌নিল গাভাস্কার ◈ ডিসেম্বরের মধ্যে পাঁচ ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার নির্দেশ গভর্নরের ◈ মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া ভারত বিজয় অর্জন করতে পারতো না: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ সৌদিতে হলরুম ভাড়া করে নির্বাচনী সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক ◈ হিমালয়ের গভীরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী জলবিদ্যুৎ ব্যবস্থা তৈরি করছে চীন ◈ ইউক্রেনের সাথে আপস প্রত্যাখ্যান করেছেন পুতিন ◈ ৩০০ আসনের লড়াই: আসন ছাড়ে অনীহা, জোট রাজনীতিতে বাড়ছে টানাপোড়েন ◈ হাদিকে গুলি: প্রধান অভিযুক্তের ‘জামিন বিতর্ক’ নিয়ে যা বললেন আইন উপদেষ্টা ◈ পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন ◈ মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০২:৪২ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ০২:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাম কমছে না ডিমের, ডজন ১৪৫-১৩৫

ডিম

লামিন শিবলী : রাজধানী বাজারগুলোতে সপ্তাহখানেক ধরে ব্রয়লার মুরগির ডিম বাড়তি দামে বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে মুরগির মাংস এবং সবজিও চড়া দামে বিক্রি হচ্ছে। বাজারে সবচেয়ে বেশি চাহিদা থাকা লাল ডিমের ডজন ১৪৫, সাদা ডিমের ডজন ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে দেশি মুরগীর ডিম বিক্রি হচ্ছে ১৮০ টাকা ডজন। প্রতি ডজন হাঁসের ডিম ১৮০ টাকা।

শুক্রবার রাজধানী মোহাম্মদপুর শিয়া মসজিদ কাঁচাবাজারের বাজার করতে এসেছেন চাঁদ উদ্যানের আবদুর রহমান। তিনি বলেন, বর্তমানে বাজারে আসলে মাথা ঘুরে মালামালের দাম শুনলে। বাজারে এমন কিছু নেই যার দাম বাড়েনি। দামের কারণে যারা মাছ, মাংস কিনে খেতে পারছি না। সবজি, ডিম, ডাল খেয়ে কোনরকম বেঁচে আছি। সেই ডিমের দামও এখন বাড়তি।

আবদুর রহমান বলেন, বাজারে এখন প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৪৫ বা ১৩০ টাকায়। এক হালি ডিম কিনতে হচ্ছে ৪৬ বা ৪৮ টাকায়। অর্থাৎ একটি ডিম ১২ টাকা কিনতে হচ্ছে।

ডিম বিক্রেতা মো. রাসেল জানান, খুচরা বাজারে লাল ডিম ১৪৫ আর সাদা ডিম ১৩৫ টাকা ডজন বিক্রি হচ্ছে। মূলত মুরগির খাবারের দাম বেড়ে যাওয়ায় খামারিদের খরচ বেড়েছে। এছাড়া জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচ আগের চেয়ে অনেক বেশি। তাছাড়া গত সপ্তাহে বৃষ্টি হওয়ার কারণেও ডিমের সরবরাহ কম ছিল। তাই দাম বেড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়