শিরোনাম
◈ ধর্মীয় সংখ্যালঘুদের বাদ দিয়েই চলছে সরকার! ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা: বোয়িংয়ের ২৫টি বিমান কিনছে বাংলাদেশ, কাল যুক্তরাষ্ট্র যাচ্ছে প্রতিনিধি দল ◈ একনেকে ৮১৪৯ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন ◈ ময়মনসিংহে ড. ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল ◈ উড্ডয়নের আগেই আগুন: আমেরিকান এয়ারলাইন্সের ১৭৩ যাত্রী রক্ষা পেলেন বড় দুর্ঘটনা থেকে (ভিডিও) ◈ অদ্ভুত রেকর্ড গড়ে আবারও অস্ট্রেলিয়ার কাছে হারল ওয়েস্ট ইন্ডিজ ◈ জুলাই সনদের খসড়া আগামীকালের মধ্যে রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে: আলী রীয়াজ ◈ জুলাই গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধের পর যা যা ঘটেছিলো ◈ এবার যে কারণে সেনাপ্রধানের প্রশংসা করলেন সারজিস আলম ◈ জামায়াত নেতার প্রশংসা করে যা বললেন পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৫, ০৩:১৯ রাত
আপডেট : ২৭ জুলাই, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কমার পূর্বাভাস এডিবির: রফতানি-উৎপাদনে ধীরগতির প্রভাব

চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। রফতানি ও উৎপাদন খাতের ধীর প্রবৃদ্ধির কারণে জিডিপি প্রবৃদ্ধি কমার আভাস দিয়েছে সংস্থাটি।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। রফতানি ও উৎপাদন খাতের ধীর প্রবৃদ্ধির কারণে জিডিপি প্রবৃদ্ধি কমার আভাস দিয়েছে সংস্থাটি। যুক্তরাষ্ট্রের আরোপিত রেসিপ্রোকাল ট্যারিফও এক্ষেত্রে আংশিক প্রভাব রাখবে। সম্প্রতি প্রকাশিত এডিবির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক জুলাই সংস্করণে এ পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

এডিবির প্রতিবেদনে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি কমার পূর্বাভাস দেয়া হলেও সেটি কত হতে পারে তা বলা হয়নি। অবশ্য গত এপ্রিলে এডিবির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক প্রতিবেদনে ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি ৫ দশমিক ১ শতাংশ হতে পারে বলে উল্লেখ করা হয়েছিল।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর গত ২ এপ্রিল শতাধিক দেশের ওপর উচ্চহারে পাল্টা শুল্ক (রেসিপ্রোকাল ট্যারিফ) আরোপের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের ওপর বাড়তি ৩৭ শতাংশ শুল্কের ঘোষণা আসে। তবে ৭ জুলাই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে ডোনাল্ড ট্রাম্পের পাঠানো চিঠিতে বাংলাদেশের ওপর শুল্ক ২ শতাংশ কমিয়ে ৩৫ শতাংশ নির্ধারণের কথা জানানো হয়। আগামী ১ আগস্ট থেকে এটি কার্যকর হওয়ার কথা। অবশ্য দরকষাকষির মাধ্যমে শুল্ক কমিয়ে আনতে সরকারের পক্ষ থেকে দুই দফায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা হয়েছে। বর্তমানে তৃতীয় দফায় আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। ২৯ জুলাই অনলাইনে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। আরোপিত শুল্ক শেষ পর্যন্ত কমানো সম্ভব না হলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশী পণ্য রফতানি ব্যাহত হওয়ার শঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা।

এডিবির প্রতিবেদনে চলতি অর্থবছরে বাংলাদেশের মূল্যস্ফীতি নিয়েও পূর্বাভাস দেয়া হয়েছে। সংস্থাটির মতে সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে পূর্বাভাসের চেয়ে বাংলাদেশের মূল্যস্ফীতি কম ছিল। এক্ষেত্রে বিশ্ববাজারে পণ্যের দাম সহনীয় হয়ে আসার পাশাপাশি কঠোর মুদ্রানীতি ও রাজস্বনীতি ভূমিকা রেখেছে। নীতি কঠোরতার ধারাবাহিকতা ও জ্বালানি তেলের দাম সহনীয় পর্যায়ে থাকবে, এমন প্রত্যাশার কারণে চলতি অর্থবছরে বাংলাদেশের মূল্যস্ফীতির পূর্বাভাস অপরিবর্তিত রেখেছে এডিবি। সংস্থাটির গত এপ্রিলের প্রতিবেদনে ২০২৫-২৬ অর্থবছরে সার্বিক গড় মূল্যস্ফীতি ৮ শতাংশে নেমে আসবে বলে পূর্বাভাস দেয়া হয়েছিল। উৎস: বণিক বার্তা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়