মনজুর এ আজিজ: ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের (ইবিএল) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন আহমেদ শাহীন। এর আগে তিনি উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং কর্পোরেট ব্যাংকিং প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
বাংলাদেশের ব্যাংকিং শিল্পে দীর্ঘ ২৯ বছরের বেশি সময়ের অভিজ্ঞতাসমৃদ্ধ আহমেদ শাহীন আইএফআইসি ব্যাংকের মাধ্যমে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। তিনি সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন।
২০০৫ সালে ট্রেড সার্ভিসেস প্রধান হিসেবে ইস্টার্ণ ব্যাংকে যোগ দেন এবং পরবর্তীতে সফলভাবে আন্তর্জাতিক ব্যাংকিং ও কর্পোরেট রিলেশনশীপ ইউনিট, স্ট্রাকচার্ড ফাইন্যান্স ও রিলেশনশীপ ইউনিটের নেতৃত্ব প্রদান করেন।
ইবিএল কর্পোরেট ব্যাংকিং-ঢাকার আঞ্চলিক প্রধান হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শাহীন। উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ইস্টার্ণ ব্যাংকে পুনরায় যোগদানের পূর্বে তিনি স্বল্প সময়ের জন্য প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।