মনজুর এ আজিজ: [২] এপ্রিলের ১৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ১৫ লাখ মার্কিন ডলার। বৈধপথে আসা এই অর্থ দেশি মুদ্রায় ১৪ হাজার কোটি টাকার বেশি। রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
[৩] বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে দেখা যায়, এপ্রিলের ১৯ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১১ কোটি তিন লাখ ২০ হাজার ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে সাত কোটি ৯০ লাখ ৯০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০৮ কোটি ৮১ লাখ ৭০ হাজার ডলার। আর দেশে ব্যবসারত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৯ কোটি ৩০ হাজার ডলার।
[৪] ঈদুল ফিতর ঘিরে এপ্রিলের প্রথম ১২ দিনে রেমিট্যান্স বা প্রবাসী আয় আসার গতি ছিল বেশি। এ সময়ে প্রতিদিন গড়ে আসে ৭ কোটি ৩১ লাখ ডলার। পরের সপ্তাহে গতি কমে যাওয়ায় প্রতিদিন গড়ে দেশে আসা প্রবাসী আয় দাঁড়ায় ৬ কোটি ৭৪ লাখ ৪৭ হাজার ৮৯৫ ডলারে।
[৫] এর আগে, মার্চে রেমিট্যান্স এসেছিল ১৯৯ কোটি ৬৮ লাখ মার্কিন ডলার। বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে এসেছে ২১০ কোটি ডলার এবং ফেব্রুয়ারিতে আসে ২১৬ কোটি ৬০ লাখ ডলার। চলতি বছরের জানুয়ারিতে দেশে এসেছিল ২১০ কোটি ডলার এবং ফেব্রুয়ারিতে আসে ২১৬ কোটি ৬০ লাখ ডলার।
এমএএ/এনএইচ
আপনার মতামত লিখুন :