শিরোনাম
◈ খান ইউনুসে চলছে প্রচণ্ড লড়াই : আটকা পড়েছে প্রায় ২ লাখ ফিলিস্তিনি ◈ দেশের ৮ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা  ◈ ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ◈ কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসাধীন শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু ◈ হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন আদায় করে নেবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৩, ০১:২৪ দুপুর
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২৩, ০৮:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনুশোচনায় আত্মসমর্পণ

স্ত্রীকে হত্যার পর বাড়ির উঠানেই মাটিচাপা

এ এইচ সবুজ: [২] গাজীপুর মহানগরীর হাড়িনাল এলাকায় নিজের স্ত্রীকে শ্বাসরোধে হত্যার ১১ দিন পর আত্মসমর্পণ করেছন স্বামী। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ।

[৩] সোমবার (৪ ডিসেম্বর) রাত ১২টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে, গত ২৪ নভেম্বর এ ঘটনা ঘটে। স্বামীর নাম বেলায়েত হোসেন। তিনি হাড়িনাল দক্ষিণপাড়া আমজাদ হোসেনের বাড়িতে ভাড়া থেকে সবজি বিক্রি করতেন।

[৪] পুলিশ জানায়, হাড়িনালের ওই বাড়িতে স্বামী-স্ত্রী দু’জনই থাকতেন। গত ২৪ নভেম্বর তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে বেলায়েত। পরে বাড়ির উঠানেই লাশ মাটিচাপা দেন। এরপর থেকেই অনুশোচনায় ভুগতে থাকেন তিনি। 

[৫] সোমবার (৪ ডিসেম্বর) গাজীপুর সদর থানায় আত্মসমর্পণ করে হত্যার ঘটনা সম্পর্কে বিস্তারিত বলেন। পরে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

[৬] গাজীপুর মেট্রোপলিটন সদর থানার এসআই সাইফুল ইসলাম জানান, মাটিচাপা দেওয়া  মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। সম্পাদনা: হ্যাপী

প্রতিনিধি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়