মোস্তাফিজুর রহমান: রাজধানীর যাত্রাবাড়ীতে এক নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম আঃ হান্নান এবং বয়স (৩৮)। পেশায় তিনি রাজমিস্ত্রি সহকারী ছিলেন।
এ খবর জানান, যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক এসআই কাউসার আহমেদ টিটু। তিনি বলেন, খবর পেয়ে শনিবার সকাল ৯টায় কাজলা নয়া নগর খান প্যালেসের গাড়ি পার্কিং এর স্থানে সিলিং এর সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, খান প্যালেসে মৃতের বড় ভাই আঃ মান্নান নিরাপত্তা কর্মী। গতকাল রাতে তার ছোট ভাই হান্নানকে খান প্যালেসের গাড়ি পার্কিং রাখার স্থানে রেখে বাসায় যান। শনিবার সকালে ফিরে এসে দেখেন সিলিং এর সহিত গলায় ফাঁস লাগিয়েছে। পরে যাত্রাবাড়ী থানায় খবর দেন।
এসআই আরো বলেন প্রাথমিক ভাবে জানা যায়, মৃত হান্নানের শারীরিক সমস্যা ছিল ও ঋণগ্রস্থ ছিল। পারিবারিক কলহে সে আত্মহত্যা করতে পারে তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
মৃতের ভাতিজির স্বামী মোঃ জুয়েল রানা বলেন, গতকাল রাতে চাচা শশুর আব্দুল হান্নান স্ত্রী পপি বেগমের ও তার শাশুড়ির সঙ্গে মোবাইলে ঝগড়া হয়েছিল। হয়তো পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন।
এমআর/এনএইচ
আপনার মতামত লিখুন :