শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ০৬:০৯ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৩, ০৬:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোয়ালমারীতে চোরাই মোটরসাইকেলসহ চার যুবক গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর: বোয়ালমারী উপজেলায় অভিযান চালিয়ে দুটি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য সন্দেহে চার যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

গ্রেপ্তাররা হলেন- জেলার বোয়ালমারী উপজেলার বাইখির গ্রামের আব্দুল ছাত্তারের শেখের ছেলে আব্দুল্লাহ শেখ (২৬), একই গ্রামের সিহাব মোল্যার ছেলে সুমন মোল্যা (২৪) ও আক্তার হোসেনের দুই ছেলে নাইমুর রহমান নাইম (২৬) এবং ওহিদুর রহমান (৩৯)।

শুক্রবার (২৬ মে) দুপুরে ফরিদপুর জেলা পুলিশের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি জানা যায়।

এর আগে বৃহস্পতিবার (২৫ মে) রাতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাইখির চৌরাস্তার একটি বাড়ির সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থেকে দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। 

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (কোতয়ালী জোন) মো. রাকিবুল ইসলাম বলেন, গ্রেপ্তাররা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। গ্রেপ্তারদের মামলা শেষে শুক্রবার দুপুরে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে। 

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়