শিরোনাম
◈ ঋতুপর্ণার জোড়া গোলে মিয়ানমারকে হারিয়ে ইতিহাসের দোরগোড়ায় বাংলাদেশ নারী দল ◈ বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে ইসি'কে ৪.৮ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান ◈ “ভুয়া তথ্য আমাদের বড় চ্যালেঞ্জ, জাতিসংঘের সক্রিয় ভূমিকা দরকার”—প্রধান উপদেষ্টা ইউনূস ◈ ছয় মাসের জন্য চট্টগ্রাম বন্দর পরিচালনা করবে নৌবাহিনী: নৌ উপদেষ্টা ◈ গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব: ট্রাম্প বললেন, ইসরায়েল ‘প্রয়োজনীয় শর্তে’ সম্মত ◈ দেশের ৩২ বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে: আইডিআরএ চেয়ারম্যান ◈ নতুন মূল্য নির্ধারণ এলপি গ্যাসের  ◈ আগামী এক বছরে মালয়েশিয়া সর্বোচ্চ ৪০ হাজার কর্মী নেবে: আসিফ নজরুল ◈ ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ◈ তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য: অধ্যাপক আলী রীয়াজ

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ০৬:০৯ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৩, ০৬:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোয়ালমারীতে চোরাই মোটরসাইকেলসহ চার যুবক গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর: বোয়ালমারী উপজেলায় অভিযান চালিয়ে দুটি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য সন্দেহে চার যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

গ্রেপ্তাররা হলেন- জেলার বোয়ালমারী উপজেলার বাইখির গ্রামের আব্দুল ছাত্তারের শেখের ছেলে আব্দুল্লাহ শেখ (২৬), একই গ্রামের সিহাব মোল্যার ছেলে সুমন মোল্যা (২৪) ও আক্তার হোসেনের দুই ছেলে নাইমুর রহমান নাইম (২৬) এবং ওহিদুর রহমান (৩৯)।

শুক্রবার (২৬ মে) দুপুরে ফরিদপুর জেলা পুলিশের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি জানা যায়।

এর আগে বৃহস্পতিবার (২৫ মে) রাতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাইখির চৌরাস্তার একটি বাড়ির সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থেকে দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। 

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (কোতয়ালী জোন) মো. রাকিবুল ইসলাম বলেন, গ্রেপ্তাররা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। গ্রেপ্তারদের মামলা শেষে শুক্রবার দুপুরে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে। 

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়