শিরোনাম
◈ র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে জাস্টিস ডিপার্টমেন্টকে সুপারিশ করা হবে: ডোনাল্ড লু ◈ সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে ডোনাল্ড লু ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা ◈ আজ ঘরে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক ◈ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের কনডেম সেল নিয়ে  রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ ◈ হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা আলাল

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৩, ০৯:০২ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২৩, ০৯:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পানি উন্নয়ন বোর্ডের জমিতে অবৈধ দোকান ঘর নির্মাণের সত্যতা পেয়েছে দুদক 

পানি উন্নয়ন বোর্ডের জমি

বিপ্লব সিকদার: লক্ষীপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের জায়গায় এক ব্যক্তি অবৈধ দোকান ঘর নির্মাণ ও পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত  পাশের জায়গায় এক ঠিকাদার বালু ফেলে রাখার সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 সোমবার (২৭ মার্চ) সহকারী রাজস্ব কর্মকর্তা এবং সার্ভেয়ার, পানি উন্নয়ন বোর্ড, লক্ষ্মীপুরের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে পানি উন্নয়ন বোর্ডের জমি অবৈধভাবে দখল করে দোকান ঘর নির্মাণে সহযোগিতা এবং পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত জমি হতে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগের প্রেক্ষিতে চাঁদপুর জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি এনফোর্স মেন্ট টিম অভিযান পরিচালনাকালে এ সত্যতা পায়। তবে বর্তমানে অবৈধভাবে বালু উত্তোলন প্রক্রিয়া চলমান নেই এবং পানি উন্নয়ন বোর্ড হতে ইতিমধ্যে তাদের উচ্ছেদের নোটিশ দেয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা, উপ পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক এ সত্যতা নিশ্চিত করেছেন। সূত্রে জানা যায় 

সহকারী রাজস্ব কর্মকর্তা এবং সার্ভেয়ার, পানি উন্নয়ন বোর্ড, লক্ষ্মীপুর এর বিরুদ্ধে ঘুষের বিনিময়ে পানি উন্নয়ন বোর্ডের জমি অবৈধভাবে দখল করে দোকানঘর নির্মাণে সহযোগিতা এবং পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত জমি হতে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগের প্রেক্ষিতে দুদক, জেলা কার্যালয়, চাঁদপুর হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে দেখা যায়, পানি উন্নয়ন বোর্ডের জায়গায় এক ব্যক্তি অবৈধভাবে দোকানঘর নির্মাণ করে রেখেছেন।পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত জায়গা থেকে বর্তমানে অবৈধভাবে বালু উত্তোলন প্রক্রিয়া চলমান নেই। তবে পানি উন্নয়ন বোর্ডের পাশ্ববর্তী একটি জায়গায় অবৈধভাবে দখল করে বালু ফেলে রেখেছেন একজন কন্ট্রাক্টর। পানি উন্নয়ন বোর্ড হতে ইতিমধ্যে তাদের উচ্ছেদের নোটিশ দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়