শিরোনাম
◈ টেকনাফের পাহাড় থেকে নারী শিশুসহ ৬৬ জন উদ্ধার! ◈ খেলাফত মজ‌লি‌সের মামুনুল হক হঠাৎ আফগানিস্তান সফরে কেন? ◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৩, ০৯:০২ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২৩, ০৯:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পানি উন্নয়ন বোর্ডের জমিতে অবৈধ দোকান ঘর নির্মাণের সত্যতা পেয়েছে দুদক 

পানি উন্নয়ন বোর্ডের জমি

বিপ্লব সিকদার: লক্ষীপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের জায়গায় এক ব্যক্তি অবৈধ দোকান ঘর নির্মাণ ও পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত  পাশের জায়গায় এক ঠিকাদার বালু ফেলে রাখার সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 সোমবার (২৭ মার্চ) সহকারী রাজস্ব কর্মকর্তা এবং সার্ভেয়ার, পানি উন্নয়ন বোর্ড, লক্ষ্মীপুরের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে পানি উন্নয়ন বোর্ডের জমি অবৈধভাবে দখল করে দোকান ঘর নির্মাণে সহযোগিতা এবং পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত জমি হতে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগের প্রেক্ষিতে চাঁদপুর জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি এনফোর্স মেন্ট টিম অভিযান পরিচালনাকালে এ সত্যতা পায়। তবে বর্তমানে অবৈধভাবে বালু উত্তোলন প্রক্রিয়া চলমান নেই এবং পানি উন্নয়ন বোর্ড হতে ইতিমধ্যে তাদের উচ্ছেদের নোটিশ দেয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা, উপ পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক এ সত্যতা নিশ্চিত করেছেন। সূত্রে জানা যায় 

সহকারী রাজস্ব কর্মকর্তা এবং সার্ভেয়ার, পানি উন্নয়ন বোর্ড, লক্ষ্মীপুর এর বিরুদ্ধে ঘুষের বিনিময়ে পানি উন্নয়ন বোর্ডের জমি অবৈধভাবে দখল করে দোকানঘর নির্মাণে সহযোগিতা এবং পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত জমি হতে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগের প্রেক্ষিতে দুদক, জেলা কার্যালয়, চাঁদপুর হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে দেখা যায়, পানি উন্নয়ন বোর্ডের জায়গায় এক ব্যক্তি অবৈধভাবে দোকানঘর নির্মাণ করে রেখেছেন।পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত জায়গা থেকে বর্তমানে অবৈধভাবে বালু উত্তোলন প্রক্রিয়া চলমান নেই। তবে পানি উন্নয়ন বোর্ডের পাশ্ববর্তী একটি জায়গায় অবৈধভাবে দখল করে বালু ফেলে রেখেছেন একজন কন্ট্রাক্টর। পানি উন্নয়ন বোর্ড হতে ইতিমধ্যে তাদের উচ্ছেদের নোটিশ দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়